নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - বিশ্ব উষ্ণায়ন থেকে বাঁচতে এবং সবুজ পুরুলিয়া গড়তে গার্ডেন লাভার্স ক্লাবের কলম করা গাছ প্রদান অনুষ্ঠান হল পুরুলিয়া শহরে। রবিবার পুরুলিয়ার সুভাষ উদ্যানের পাশে শহরের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় শতাধিক মহিলার হাতে গার্ডেন লাভার্স ক্লাবের সদস্যরা কলম করা গাছ তুলে দেন। ওই ক্লাবের সদস্য সুতপা গোস্বামী সোমা ব্যানার্জি ও সুচিত্রা কর্মকারের উদ্যোগে এই ক্লাবের পথ চলা শুরু হয়েছিল।
যদিও বর্তমানে সদস্য সংখ্যা প্রায় ফেসবুকের মাধ্যমে ৭০০ ছাড়িয়েছে। এদিন সুতপা জানিয়েছেন, 'আমাদের বহু সদস্য সংখ্যা বেড়েছে ।ছোট মাপের এই অনুষ্ঠানটি এখন করলাম।আগামী দিনে বড় করে অনুষ্ঠান করব। বহু মানুষকে গাছ বিতরণের পাশাপাশি আমরা গাছ লাগাবার কর্মসূচিও নেব। বিগত দুই বছর ধরে করোনার জন্য আমরা সেভাবে অনুষ্ঠান করতে পারিনি তবে চলতি বছর থেকে সমস্ত কিছু স্বাভাবিকভাবেই করছি। '
ওই ক্লাবের সদস্য সুপ্রিয়া চ্যাটার্জি জানিয়েছেন, 'আমি ক্লাবের বহু পুরনো সদস্য। আজকে এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে খুবই আনন্দিত আমি।বাড়ির সামনে ও ছাদে বাগান তৈরির জন্য আজ বহু কলম করা গাছ বিতরণ করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে। এটি খুবই একটা ভাল উদ্যোগ।'