বিশ্বকাপ জিততে পারবে না রোহিতরা, ভারতীয় দলকে খোঁচা পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের

অক্টোবর ০৬, ২০২২ বিকাল ০৬:২৫ IST
633ed03a7423a_Rashid-Latif-Screengrab

নিজস্ব প্রতিনিধি, করাচি – আগামী ১৬ই অক্টোবর থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। গত এক বছর ধরে ৫০ জনের বেশি ক্রিকেটার খেলেছে ভারতীয় দলে। তবে কেউই চিরস্থায়ী হয়নি বা হতে দেওয়া হয়নি বলে মনে করছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ। কার্যত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে রোহিতদের খোঁচা দিলেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ জানান, ‘ভারত প্রতি সিরিজে ক্রিকেটার বদল করে। গত এক বছরে ওরা ৫৬-৫৭ জন ক্রিকেটারকে দলে নিয়েছে। কিন্তু বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতা জিততে পারেনি। তাহলে কী লাভ! অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সব থেকে ভাল পরিকল্পনা করে। ওরা জানে, কাকে কোথায় খেলাতে হবে। তারপরে রয়েছে পাকিস্তান। গত কয়েক বছরে বড় প্রতিযোগিতা নিয়ে আমাদের পরিকল্পনা ভাল হয়েছে’।

ভিডিয়ো

Kitchen accessories online