বিশ্বকাপের আগে ধাক্কা ভারতের, অজিদের কাছে হার রোহিত বাহিনীর

সেপ্টেম্বর ২৭, ২০২৩ রাত ১১:০২ IST
651466f280bc1_WhatsApp Image 2023-09-27 at 23.01.13

নিজস্ব প্রতিনিধি, রাজকোট – প্রথম দু ম্যাচে অনবদ্য জয়। কিন্তু তৃতীয় ম্যাচে মুখ থুবড়ে পরল টিম ইন্ডিয়া। ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচ জিতে মানরক্ষা করল অস্ট্রেলিয়া। শেষ ম্যাচে ৬৬ রানে জয় পেল অজিরা। ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতল রোহিত বাহিনী।

টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৫২ রান তোলে অস্ট্রেলিয়া। মিচেল মার্শ ৮৪ বলে ৯৬ রান তোলেন। তিনি অজিদের হয়ে সর্বাধিক রান করেন। ভারতের হয়ে জাসপ্রীত বুমরা ৩ টি উইকেট নেন।

এছাড়া কুলদীপ যাদব ২ টি, মহম্মদ সিরাজ ১ টি, প্রসিদ্ধ কৃষ্ণা ১ টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে ২৮৬ রান তুলে হারের মুখ দেখল টিম ইন্ডিয়া। অধিনায়ক রোহিত শর্মা ৫৭ বলে ৮১ রান তুল সাজঘরে ফেরেন। এছাড়া বিরাট কোহলি ৫৬(৬১) রানের অনবদ্য ইনিংস খেলে গেলেন।

ভিডিয়ো

Kitchen accessories online