নিজস্ব প্রতিনিধি , কলকাতা - গতবছরের সেপ্টেম্বর মাসে তিনটি বিল সংশোধন করে আইনে পরিণত করে কেন্দ্রীয় সরকার। এর প্রতিবাদে গোটা দেশ উত্তপ্ত হয়ে ওঠে। হরিয়ানা, পাঞ্জাব সহ একাধিক জায়গায় আন্দোলন শুরু করেন কৃষকেরা। তাদের সমর্থনে সংযুক্ত কিষাণ মোর্চাকেও নানান আন্দোলন করতে দেখা যায়। দীর্ঘ আন্দোলনের পরে অবশেষে ১৯ শে নভেম্বর প্রধানমন্ত্রী বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করেন। এই ঐতিহাসিক জয়কে কেন্দ্র করেই এক সভার আয়োজন করল সংযুক্ত কিষাণ মোর্চা। রাণী রাসমণি রোডে মিছিলের মাধ্যমেই এই বিজয় দিবসের সূচনা হয়।
এদিন সংযুক্ত কিষাণ মোর্চার এক সদস্য অভিরূপ সাহা জানিয়েছেন, এই আন্দোলন শুধুমাত্র কৃষি বিল প্রত্যাহারের ছিল না। আরও বেশ কিছু দাবি নিয়ে এক বছর আগে কৃষকরা আন্দোলন শুরু করেছিল। তবে সেই দাবি এখনও মোদি সরকার কিছু বলেননি। তাই আন্দোলন ছাড়া আর কোনও উপায় নেই। কাল দিল্লিতে একটা মিটিং রয়েছে, সেখানে আলোচনা করে আমরা বাকি কর্মসূচি প্রসঙ্গে সিদ্ধান্ত নেব।
এছাড়াও তিনি এদিন জানিয়েছিলেন, সহায়ক মূল্য গ্যারান্টির আইন তৈরি করতে হবে, বৈদ্যুতিক বিল এনে যে ভর্তুকি কৃষকদের কেড়ে নেওয়া হচ্ছে তা বাতিল করতে হবে, এছাড়াও অজয় মিশ্রকে দ্রুত গ্রেফতার সহ একাধিক দাবি রয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রীকে তুইতোকারি করে কথা বলছে,ওনার ভাষাজ্ঞান আছে, কটাক্ষ সুকান্তর
অ্যাটলেটিকো মাদ্রিদ - ৩
গেটাফে - ০
জুভেন্টাস - ৩
সাসুওলো - ০
লিভারপুল - ১
ক্রিস্টাল প্যালেস - ১
মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
২ঘণ্টা ২৮ মিনিট ৩৬ সেকেন্ডে দৌড় শেষ করে বিরাট সাফল্য আলেকসান্দ্রার
বিধাননগর ৩৪ নম্বর ওয়ার্ডের সভাপতির উদ্যোগে নারিশক্তিকে তুলে আনতেই আয়োজিত এই প্রদর্শনী ম্যাচ
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর
ব্যাজ নাম্বার দেখে সনাক্ত করা হয়েছে ২ শহীদ জওয়ানকে , পুনরায় রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য
গ্রেট ক্যালকাটা কিলিংসের মত ঘটনা ঘটানোর জন্য তৃণমূল যদি বিশেষ বাহিনী রাখে , তাকে রুখে দেওয়া জন্য বিজেপিও তৈরি, হুঁশিয়ারি বিজেপির
খেলা হবে দিবস উপলক্ষ্যে মানিকতলায় তৃণমূলের মিছিল
চন্দনওয়াড়ি থেকে পেহেলগাও হয়ে অমরনাথ যাওয়ার যাওয়ার পথে দুর্ঘটনা
সঙ্কটে পড়ল কলকাতা ময়দানও
বিশেষ কপ্টার উপহার , জরুরি সময়ে ত্রাণ , তারপরেও চীনা প্রস্তাবে সায় লঙ্কার
স্বাধীনতা দিবস কাটতেই ফের তৃণমূলকে কোনঠাসা করতে পথে বঙ্গ বিজেপি