বকেয়া বেতন সহ ১৪ দফা দাবি জানিয়ে মাটিগাড়া ব্লকে বামেদের মেগা ডেপুটেশন

সেপ্টেম্বর ১৪, ২০২২ দুপুর ১২:৩১ IST
6320b31ccc404_IMG_20220913_221142

নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - ভারী বৃষ্টি মাথায় নিয়ে বামেদের মিছিল। ৮.৯ মাস টানা কাজ করার পরেও চা বাগানের শ্রমিকদের জমির পাট্টা দেওয়া, ১০০ দিনের বকেয়া মজুরি প্রদানের দাবি সহ মোট ১৪ দফা দাবি জানিয়ে মাটিগাড়া ব্লক থেকে মাটিগাড়া বিডিও অফিস অভিযান কর্মসূচী পালন করল দার্জিলিং জেলা সিপিআইএম জেলা কমিটি। বৃষ্টি মাথায় করে মিছিল করে এসে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় আন্দোলনকারীরা। তবে কোনো বিশৃংখল পরিস্থিতির সৃষ্টি হয়নি সেখানে।

বিজ্ঞাপন 

এদিন দুপুর থেকে এই বিক্ষোভ  মিছিল শুরু হয় বিডিও অফিসের উদ্দেশ্য। তাদের দাবি দীর্ঘদিন শ্রমিকরা কাজ করার পরেও এখনও অব্দি তাদের পারিশ্রমিক তারা পায়নি।পাশাপাশি এই মিছিলে বেশ কিছু চা শ্রমিকরাও অংশগ্রহণ করে। 

এপ্রসঙ্গে সিপিআইএম দার্জিলিং জেলা কমিটির সদস্য গৌতম ঘোষ জানিয়েছেন,'আমাদের মোট ১৪ দফা দাবিতে আজকের বিডিও অফিসে অভিযান ছিল। সেটা চারটি ব্লকেই হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে মিছিল করে মাটিগাড়া বিডিও অফিসের সামনে এসে হাজির হয় সিপিআইএমের কর্মী সমর্থকরা।১৪ দফা দাবি জানিয়ে বিডিওকে স্মারকলিপি দেওয়া হয়েছে। বিডিওকে সব সমস্যার কথা জানানো হয়েছে। এই কাজগুলো যদি অতি শীঘ্রই না হয়, তাহলে আমরা বৃহত্তম আন্দোলন করতে বাধ্য হব।মনে রাখবেন শ্রমিকদের পেটে খিদে আমরা ভুলবো না'।

ভিডিয়ো

Kitchen accessories online