নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা - বাতিল হয়ে গেছে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭নং ধারা। বর্তমানে এ দেশে আইনের চোখে সমকামীতা আর অপরাধ নয়। তবে এখনও সমাজ কি তা মেনে নিতে পারে? না, সমাজ এখনও সমকামীদের স্বাভাবিক চোখে দেখে না। এখনও সমকামীতা নিয়ে চলতে থাকে লুকোচুরি, ফিসফাস, লজ্জা, ধিক্কার। সমাজের পরতে পরতে রয়েছে সমকামীদের নিয়ে লাঞ্ছনা ও বঞ্চনা। আইনে খাতা কলম সমকামী প্রেমকে স্বীকৃতি দিলেও, সমকামীদের বিয়ে নিয়ে কোনো মান্যতা দেওয়া হয়নি। তবে সেসবকে পাত্তা না দিয়ে গাঁটছড়া বাঁধলেন সমকামী দুই যুবক। গত শনিবার সে রাজ্যে অনুষ্ঠিত হল প্রথম সমকামী বিয়ে।
উত্তর ২৪ পরগণা জেলার অশোকনগরের সুপ্রিয় চক্রবর্তী ও হায়দরাবাদের অভয় দং নিজেদের ভালোবাসাকে বিয়ে নামক সামাজিক বন্ধনের মাধ্যমে এক শুভ পরিণতি দিলেন। বিয়ের উপস্থিত ছিলেন সুপ্রিয়-অভয়ের পরিবার, আত্মীয়, ঘনিষ্ঠ বন্ধু বান্ধব। গায়ে হলুদ, আর্শীবাদ, মালা বদল, আংটি বদল প্রভৃতি বিয়ের সমস্ত নিয়ম বিধি পালন করা হয়েছে। বিয়েতে জাঁকজমকের কিছু কমতি ছিল না।
সুপ্রিয় একটি হোটেল ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের শিক্ষক এবং অভয় হলেন মাল্টি ন্যাশনাল কোম্পানির একজন কর্মী। স্কুল জীবনে দুজনেই বুঝেছিলেন যে তাঁদের যৌন আকর্ষণ সমাজের চোখে স্বাভাবিক নয়। গোপন রাখতে হয়েছিল সে কথা। একটি অ্যাপের মাধ্যমে তাদের আলাপ। তারপর বন্ধুত্ব থেকে হয় প্রেম তথা ভালবাসা।
কথায় আছে, ভালোবাসা দিয়ে পেরোনো যায় শত বাঁধা। দীর্ঘ আট বছর ধরে প্রেম করার পর অবশেষে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন এই দুই সমকামী যুবক। প্রমাণ করে দিলেন তাদের ভালোবাসার দৃঢ়তা। পরিবার পরিজন প্রথমটায় মানতে নারাজ থাকলেও পরে তাদের সিদ্ধান্তে রাজি হয়ে যায়।
সুপ্রিয় জানিয়েছেন, “পরিবার যে খুব সাপোর্টিভ ছিল, একেবারেই তা নয়। তবে আমাদের সময় দেওয়া হয়েছিল। এখন তাঁরা আমাদের সম্পর্ককে স্বীকৃতি দিল"।
তাদের এই পদক্ষেপ গোটা সমাজের কাছে এক নতুন নিদর্শন সৃষ্টি করল। বহু সমকামী মানুষ যারা নিজেদেরকে গুটিয়ে রাখেন সমাজের ভয়ে, তাদের কাছে সুপ্রিয় এবং অভয় এক অনুপ্রেরণা। তাদের এই পদক্ষেপে উৎসাহিত হবেন সমাজের আর বাকি সমকামী মানুষ এবং তাদের মধ্যে নতুনভাবে জীবন টাকে উপলব্ধি করার মনোবল বৃদ্ধি পাবে।
আর্সেনাল - ৪
লেস্টার সিটি - ২
ম্যানচেস্টার সিটি - ৪
বার্নমাউথ - ০
হাওড়া ব্রিজ , ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সহ শহরের একাধিক জায়গা সেজে উঠেছে ‘তিরঙ্গা’র সাজে
'হর ঘর তিরাঙ্গা' স্লোগান দিয়ে বাইক মিছিল বিজেপির
তদন্তে নিরপেক্ষতা এবং দুর্নীতি গ্রস্ত বিজেপি নেতাদের শাস্তির দাবি তৃণমূলের
গোমাতা হরণকারী শ্রীঘরে যাওয়ার প্রতিবাদে বোলপুরে ‘থিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি’ (টিএমসি) মানুষের পেটে লাথি মেরে বিক্ষোভ করেছে , কটাক্ষ অনুপম হাজরার
প্রধানমন্ত্রীর আহ্ববানে সাড়া দিয়ে তিরঙ্গা কর্মসূচি পালন সাক্ষীর
আগামী ২১শে আগস্ট থেকে শুরু ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপ
ফের ঊর্ধ্বমুখী রুপোর দাম
‘সরকারি অনুদানের সিনেমা , যথেষ্ট কম পারিশ্রমিক নিয়েছি’, পাল্টা প্রতিক্রিয়া মাহির
ফের ঊর্ধ্বমুখী সোনার দাম
'আজকের পর কোনো অশান্তি হলে তার দায় বিজেপি বিধায়ককেই নিতে হবে', পাল্টা তোপ তৃণমূলের
আর কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হবে ম্যাচ
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি স্বরাষ্ট্র দফতরের পোষ্যতে পরিণত হয়েছে , তীব্র কটাক্ষ তৃণমূলের
পিতার আদর্শে প্রভাবিত হয়ে রাজনীতিতে যোগ দেন তাঁরা দুই বোন