ভোটের প্রচারে আক্রান্ত বিজেপি কর্মী, অভিযুক্ত তৃণমূল

মার্চ ২০, ২০২১ দুপুর ০২:০৩ IST
6055ad46bfc27_WhatsApp Image 2021-03-20 at 1.37.17 PM

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ - বিধানসভা নির্বাচন হতে বাকি মাত্র ৭ দিন। এই পরিস্থিতিতে জায়গায় জায়গায় তৃণমূল-বিজেপির খন্ড যুদ্ধ দেখা গেছে।

মুর্শিদাবাদের খরগ্রাম বিধানসভার অন্তর্গত পারুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়, রাতের অন্ধকারে এক বিজেপি কর্মীর বাড়িতে হামলা করা হয়েছে বলে অভিযোগ। শুক্রবার রাতে উত্তর গোপীনাথপুর গ্রামে, বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

বিধানসভা নির্বাচনে, জামাল মির ও তার স্ত্রী চায়না বিবি বিজেপির হয়ে ভোট প্রচার করার জেরে, লাঠি ও লোহার রডের আঘাতে তাদের জখম করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় আহতদের খরগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার প্রেক্ষিতে বিজেপি স্থানীয় কর্মী সমর্থকরা শনিবার সকাল থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের অভিযোগ এই ঘটনায় জড়িত আছে, তৃণমূল পঞ্চায়েত প্রধান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। ঘটনার খবর বিজেপির উচ্চস্তরেও পাঠানো হয়েছে। ইতিমধ্যে উত্তরাখণ্ডের মানববন্ধন মন্ত্রীসহ রাজ্য স্তরের বিজেপি নেতৃত্ব ঘটনাস্থলে এসে পৌঁছেছেন অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে।

ভিডিয়ো