নিজস্ব প্রতিনিধি, বীরভূম – মঙ্গলবার বীরভূমের দুবরাজপুরে বিজেপি কর্মী খুনের ঘটনায় বিজেপিরই বুথ সভাপতিকে গ্রেফতার করল পুলিশ। স্বামীর মৃত্যুর পেছনে দলের নেতার হাত আছে, এই অভিযোগ তোলে পাতিহার ডোমের স্ত্রী জয়শ্রী ডোম। নিহত বিজেপি কর্মীর স্ত্রী-র অভিযোগের ভিত্তিতেই দুলাল ডোমকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে গ্রাম থেকেই বিজেপি বুথ সভাপতি দুলাল ডোমকে গ্রেফতার করে দুবরাজপুর থানার পুলিশ।
মঙ্গলবার রাজ্যে তৃতীয় দফার ভোটের সকালে দুবরাজপুরের লোবা গ্রাম পঞ্চায়েতের ফকিরবেরা গ্রামের একটি পুকুর থেকে বিজেপি কর্মী পাতিহার ডোমের মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় বিজেপি নেতৃত্ব দাবি করে যে, তৃণমূল কংগ্রেসই খুন করেছে তাদের কর্মীকে। ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে বিজেপি কর্মীরা বিক্ষোভও দেখায়।
কিন্তু মঙ্গলবার বিকেলে নিহত পাতিহার ডোমের স্ত্রী জয়শ্রী ডোম স্বামীর মৃত্যুর পেছনে দলীয় নেতার ভূমিকা রয়েছে বলে চাঞ্চল্যকর দাবি করেন। নিহতের স্ত্রীর অভিযোগ, তাঁর স্বামীকে খুন করেছে দুলাল ডোম। জয়শ্রী দেবী অভিযোগ করেন, “সোমবার বিজেপির একটি মিটিং হয়। সেখানেই পাতিহারকে দল থেকে বের করে দেওয়ার হুমকি দেয় বিজেপি বুথ সভাপতি দুলাল ডোম। রাতে পাতিহার বলে, দুলাল ডাকছে। একটু দেখা করে আসছি। তারপর সে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর ফেরেনি।”