নিজস্ব প্রতিনিধি, নদিয়া - কল্যাণী বিধানসভার বিজেপি প্রার্থী আইনজীবী অম্বিকা রায় নেমে পড়লেন নির্বাচনী প্রচারে। ওনার নেতৃত্বে সোমবার কল্যাণী সুগুনা অঞ্চলে সুবিশাল মোটরবাইক ও টোটো মিছিল করে বিজেপি কর্মী সমর্থকরা।
প্রচার থেকে বিজেপি প্রার্থী অম্বিকা রায় বার্তা দেন, "বিধানসভা নির্বাচনে ৭০ হাজারের বেশি ভোটে আমি জিতব। সাধারণ মানুষের সাড়া ব্যাপকভাবে পাচ্ছি। তারা আমাদের পাশে রয়েছে।"