নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান - শুক্রবার রাজ্যে নির্বাচনী প্রচারে পূর্ব বর্ধমানের জামালপুরে জনসভা করেন তৃণমূল নেত্রী।
এই জনসভায় তৃণমূল নেত্রী বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে বলেন, “বিজেপি গান আর গুন নিয়ে এসেছে। বিহারের গান আর উত্তর প্রদেশের গুন। বিজেপি গায়ের জোরে অশান্তি করছে। আর বিজেপির মদত দাতা কিছু তাঁবেদার আছে। কালকেও মাথাভাঙ্গায় তৃণমূল প্রার্থী গিরিন্দ্রনাথ বর্মণকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। সুজাতা মন্ডল কে মেরেছে আরামবাগে। গোঘাটে মানস কে মেরেছে। নন্দীগ্রামের রবিন মান্না আজ মারা গেছে। অথচ যারা তাকে মেরেছিল পুলিশ তাদের অ্যারেস্ট করেনি। বিজেপি যদি এমনিই জিতবে তাহলে তৃণমূলের লোকেদের ধরে মারছে কেন”?
বাংলার মানুষের উদ্দেশে মমতা বলেন “দরকার হলে একদিন পান্তা ভাত খেতে হবে। কিন্তু লাইনে দাড়িয়ে ভোটটা দিতে হবে। আমরা চাই শান্তি পূর্ণ ভোট কিন্তু বাংলার মা বোনেদের গায়ে হাত তুললে আমি একশ বার বলব প্রতিরোধ করতে। বাংলা কে বাচান। বাংলার মা বোনেদের বাচান”।