“বাংলায় করোনা ছড়াচ্ছে বিজেপি” – মন্তব্য মমতার

এপ্রিল ১৪, ২০২১ দুপুর ০৩:২৪ IST
6076b4fb225e1_WhatsApp Image 2021-04-14 at 14.18.43

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি – বুধবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রে জনসভা করেন।

এই জনসভায় তৃণমূল নেত্রী বলেন “বাংলায় করোনা ছড়াচ্ছে বিজেপি। বাইরে থেকে দুনিয়ার লোক এনে করোনা ছড়াচ্ছে। প্রচারের নামে বহিরাগত দের এনে রোগ টা বাড়াল”। তৃণমূল নেত্রী আরও অভিযোগ করেন “যেই নির্বাচন হয়ে গেল অমনি অসমে আবার এনআরসি নোটিশ ধরিয়েছে। আমি বলি বাংলার মানুষ বিজেপি কে এনআরসি-র নোটিশ ধরান। বিজেপি কে এনআরসি করুন তাহলে আপনারা ভাল ভাবে বাংলায় থাকতে পারবেন”। 

আমরা উন্নয়ন দেখিয়ে ভোট চাইছি। আর ওরা দেশের সর্বনাশ করে ভোট চাইছে। ধর্মে ধর্মে বিভেদ ছড়ায়, জেলায় জেলায় বিভেদ ছড়ায়। আর গুন্দাগিরি করে বেড়ায়। মানুষ যদি পক্ষে না থাকে, তাহলে টাকা দিয়েও কিছু হবেনা গুন্ডা দিয়েও হবে না। 

রমজান মাসে নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনেরও সমালোচনা করেন তৃণমূল নেত্রী। 

এই জনসভায় তৃণমূল নেত্রী দলীয় কর্মীদের মাস্ক না পড়ার জন্য তিরস্কারও করেন।

ভিডিয়ো

Kitchen accessories online