নিজস্ব প্রতিনিধি, হুগলী – সোমবার চতুর্থ দফার নির্বাচনের প্রচারে হুগলীর উত্তরপাড়ায় তৃণমূল প্রার্থীর সমর্থনে জনসভা করেন তৃণমূল নেত্রী।
এই জনসভায় তৃণমূল নেত্রী বলেন, “বিজেপির একটাই চিন্তা মানুষকে ভয় দেখিয়ে, দাঙ্গা করে, ভোট দেওয়া থেকে বিরত করে ভোট বাক্স দখল করা।” দলের কর্মীদের সতর্ক করে দিয়ে তৃণমূল নেত্রী বলেন, “ভোটের ৪৮ ঘণ্টা আগে বিজেপির পলিসি বাড়ি বাড়ি গুন্ডা পাঠিয়ে হুমকি দেওয়া, যাতে কেউ ভোট দিতে না যায়। আর সকাল সকাল ভোট বাক্স খারাপ করা, কারণ মা বোনেরা সকালে ভোট দেন।"
দলের কর্মীদের উদ্দেশ্যে মমতা বলেন, “খেলায় জিততে গেলো, বিজেপিকে পরাস্ত করতে গেলে কষ্ট করতে হবে। টাকা দিয়ে সফলতা আসে না, হৃদয় দিয়ে সফলতা আসে।” বিজেপিকে 'সেলফিশ জায়েন্ট' বলে কটাক্ষ করে মমতা বলেন, “আমিও ধর্ম মানি। কিন্তু ধর্ম মানে কি? ভালবাসার ধর্ম, সর্ব ধর্ম।” দলের কর্মী সমর্থকদের বিজেপির কথায় দাঙ্গায় পা না দেবার কথাও বলেন তৃণমূল নেত্রী।