নিজস্ব প্রতিনিধি , আলিপুরদুয়ার - নিষিদ্ধ হওয়া সত্বেও বক্সা টাইগার রিজার্ভে ঢুকে একটি পূর্ণবয়স্ক হরিণকে হত্যা করলো চোরা শিকারিরা। এরপর সেই হরিণের মাংস দিয়েই চললো মহাভোজ। তবে হরিণ শিকার করলেও পূর্ণ হয়নি চোরা শিকারিদের মনের আশা। রান্না শুরুর আগেই বন দফতরের হাতে ধরা পড়লো ১ অভিযুক্ত। বাকিরা পতালক। তবে এই ঘটনার পর প্রশ্ন উঠছে বন দফতরের নজরদারি নিয়ে।
সূত্রের খবর , গত শনিবার রাতে আলিপুরদুয়ার পূর্ব বিভাগ জঙ্গলে ময়নাবাড়ি ফরেস্টে ১০-১২ জনের একটি দল হরিণ শিকারের উদ্দ্যেশে হানা দেয় জঙ্গলে। ফাঁদ পেতে একটি হরিণ শিকার করে। এরপর ময়নাবাড়ি জঙ্গেলেই তারা হরিণের মাংস রান্নার পরিকল্পনা করে। সেই সময় বন দফতর কর্মীরা রুটিন টহলদারী করার সময় সন্দেহভাজন কিছুর উপস্থিতি টের পান। অভিযান শুরু করতেই একজন চোরা শিকারিকে আটক করেন।
দলের বাকি সদস্যরা টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এছাড়াও ঘটনাস্থল থেকে উদ্ধার ২০ কেজি হরিণের কাচা মাংস আর রান্নার মশলাপাতি সহ সরঞ্জাম। ধৃত ব্যাক্তির নাম অভিরাম টোপ্পো। সে শামুকতলা থানার চা-বাগানের ধোবি লাইনের বাসিন্দা। পেশায় একজন দিনমজুর।
এপ্রসঙ্গে অবসরপ্রাপ্ত বনকর্মী নব্যেন্দু করের দাবি,"ময়নাবাড়ির জঙ্গলে আগেও কখনো ১০০ কখনো ২০০ সংখ্যক করে হরিণ ছাড়া হয়েছে। কিন্তু হিসেব করলে তার অর্ধেক সংখ্যকও হরিণ আছে কিনা সন্দেহ। স্থানীয়দের এবিষয়ে সতর্ক করা সত্বেও এমন ঘটনা বারবার সামনে আসছে। বন দফতরের এবিষয়ে বিশেষ নজরদারি প্রয়োজন। কড়া নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।”
দুর্ঘটনার জেরে উত্তাল গোটা স্টেশন চত্বর , এখনো নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
সপ্তম দিনের শেষে ভারত রয়েছে চতুর্থ স্থানে
ইস্টবেঙ্গল – ২
হায়দরাবাদ এফসি – ১
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
এইমস কল্যাণীতে বিভিন্ন পদে ১৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে শিক্ষানবিশ পদে ২৪৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
ESIC-তে প্যারামেডিক্যাল স্টাফ পদে ১০৩৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে জয়জয়কার ভারতীয়দের
ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে টয় ট্রেন চলাচল
ভারত - ১০
পাকিস্তান - ২
হাসপাতালে ভর্তি হবার পর কারোর যেন মৃত্যু না ঘটে , ডেঙ্গু নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর