নিজস্ব প্রতিনিধি , হায়দ্রাবাদ - দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল।তবে বলিউডের একাধিক ছবিতেও অভিনয় করেছেন এই দক্ষিণী অভিনেত্রী। সম্প্রতি বলিউড ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির তুলনা প্রসঙ্গে বেশকিছু কড়া কথা তুলে ধরেছেন কাজল। কড়া ভাষায় তিনি জানান ,বলিউডের তুলনায় দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক বেশি 'গ্রহণযোগ্য ও বন্ধুত্বপূর্ণ'। শৃঙ্খলা, মূল্যবোধ ও নৈতিকতার দিক থেকেও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিকেই এগিয়ে রেখেছেন কাজল।
বলিউড বনাম দক্ষিণী সিনেমা এই নিয়ে বেশ কয়েক মাস যাবত বাকবিতন্ডা শুরু হয়েছে।এবারে এই দলে যোগ দিলেন কাজল আগরওয়াল।তিনি বলেন, ‘অনেকেই আছেন, যারা হিন্দিতে তাদের কর্মজীবন শুরু করতে চান। কারণ, এটি দেশব্যাপী স্বীকৃত ভাষা। তবে আমি বলতে চাই, দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রি অনের বেশি বন্ধুত্বপূর্ণ, এটা ভীষণভাবেই গ্রহণযোগ্য। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে দুর্দান্ত টেকনিশিয়ানস রয়েছেন, পরিচালক ও দারুণ বিষয়বস্তু নিয়ে তেলুগু, তামিল, মালায়ালম ও কন্নড় চারটি ভাষায় ছবি তৈরি হচ্ছে।’
তবে কাজলের বড় হওয়া মুম্বইতে, হিন্দি বলেই তিনি বড় হয়েছেন, তবে বাড়ি বলতে তিনি হায়দ্রাবাদকে বোঝেন। এই নিয়ে তিনি জানান, ‘হিন্দি আমার মাতৃভাষা। আমরা হিন্দি সিনেমা দেখে বড় হয়েছি। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির ইকো-সিস্টেম, নৈতিকতা, মূল্যবোধ, শৃঙ্খলা সবকিছুই হিন্দি সিনেমার থেকে অনেক এগিয়ে। হিন্দি সিনেমায় এটার বড় অভাব। ’
প্রসঙ্গত , ২০০৭ সালে ‘লক্সমী কল্যাণম’ ছবির হাত ধরে তেলুগু ছবির দুনিয়ায় পা রাখেন। পরবর্তী সময়ে ‘মাগধীরা’, ‘আর্য ২’ এর মত হিট ছবিতে তিনি অভিনয় করেছেন। অজয় দেবগনের বিপরীতে রোহিত শেট্টির 'সিংঘম' ছবির জন্য তিনি বেশ জনপ্রিয়তা পান। খুব শীঘ্রই কমল হাসানের বিপরীতে ‘ইন্ডিয়ান-২ ছবিতে দেখা যাবে তাকে।’
গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বালুরঘাট থানার এসআই সুকুমার রায়
পুষ্পা টুর টিমের সদস্যরা যে বাসে ছিলেন সেটিকে ধাক্কা মারে অপর একটি বাস , আহত ২
আজকের দিনের কলকাতার বুকে গুরুদাস কলেজে অনুষ্ঠান করতে এসে চিরতরে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলো কেকে
এসব না লিখলে পিসি আর বাবা বকবে যে , ঋদ্ধিকে পাল্টা কটাক্ষ নেটিজেনদের
লোকজন ভাবেন দেশের সব মদ আমিই খাই , বাকিরা ধোয়া তুলসীপাতা , তীব্র ক্ষোভ প্রকাশ পরীর
পুজো উপলক্ষ্যে প্রত্যেকটি ঘাটে মোতায়েন পুলিশ বাহিনী
করোনাকালীন সময়ের দোকানকে কেন্দ্র করে জীবন যন্ত্রনার অনুভূতি প্রকাশ করা হয় মূল নাটকের মধ্যে দিয়ে
ফ্ল্যাগ মিটিং করে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর থেকে গরু ফেরৎ নিয়ে আসলো বিএসএফ
বুদ্ধিমত্তার সঙ্গে মুসলিম সম্প্রদায়ের প্রতি ঘৃণা মানুষের ভিতর ঢুকিয়ে দেওয়া হচ্ছে , মোদিকে তুলধোনা নাসিরের
ক্ষণিকের রাজদণ্ড দেখা দিল অপোগন্ড রূপে , নাম না করে মোদিকে তীব্র কটাক্ষ ঋত্বিকের
পদক জয় করে আনা দেশের গর্বিত খেলোয়াড়দের সঙ্গেই নিকৃষ্টতম ব্যাবহার , তীব্র ক্ষোভ প্রকাশ নীরজ চোপড়া সহ ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীরও
কাকে কি করতে হবে এটা বলা বন্ধ করুন , জায়রাকে পাল্টা খোঁচা নেটিজেনদের
গান্ধীবাদীরা তার সঙ্গে যেটা করেছেন সাভারকরকে নিয়ে দয়া করে সেই এক জিনিস করবেন না , দাবি স্বস্তিকার
ছবির পরিচালনা করছে খোদ রণদীপ হুডা নিজেই
জমিতে ভালো ফসল ফলানোর আশায় জেলা জুড়ে পালন করা হলো রোহিণী উৎসব