মালদায় উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ, তদন্তে পুলিশ

মার্চ ৩০, ২০২১ দুপুর ০৪:৪৭ IST
6063006988313_a16ffc2f-2bc8-4afa-a1d9-48faa43f7c8b

নিজস্ব প্রতিনিধি, মালদা - ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার ট্রাক্টর চালক। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার বাগবাড়ি এলাকায়। মৃতের নাম রাজু শেখ। ওই যুবকের বাড়ি ইংরেজবাজার থানার ৫২ বিঘা এলাকায়। অবৈধ সম্পর্কের জেরে মদের আসরে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বলে পরিবারের অনুমান।  

সোমবার রাত্রে বাগবাড়ি এলাকা থেকে ওই যুবকের ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে তার পরিবার। মঙ্গলবার ভোরে মৃত্যু হয় যুবকের। স্থানীয় তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের সদস্য বাদল সেখ জানিয়েছেন, ফোনে জানতে পেরে সোমবার রাত্রে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যুবককে হাসপাতালে ভর্তি করেন তারা। দুই হাত ভাঙ্গা ও মাথায় চোট ছিল তার। হাঁসুয়া দিয়ে কোপানো হয়েছে। তবে এর পিছনে সঠিক কারণ কি তা এখনো জানা যায়নি। ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ। 

ভিডিয়ো

Kitchen accessories online