নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - শরীরের নানা রকম গঠনের ছবি তুলে ইনবক্সে উষ্ণতা ছড়িয়ে , এরপর দেখা সাক্ষাৎ করে ঘনিষ্ঠতা বাড়িয়েছে এক বিজেপি নেত্রীর মেয়ে। এরপর সেই গোপন মুহূর্তের ভিডিও তুলে একাধিক রাজনৈতিক নেতাকে একাধিকবার ব্ল্যাকমেল করে লাখ লাখ টাকা প্রতারণাও করেছে বিজেপি নেত্রীর মেয়েটি। এবারে এই অভিযোগে গ্রেফতার করা হল সেই BJP নেত্রীর মেয়েকে। তীব্র উত্তেজিত এই ঘটনাটি উত্তর ২৪ পরগণার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের রাখালপল্লী গ্রামের ।
হাড়োয়া BJP মহিলা মোর্চা মন্ডলের সাধারণ সম্পাদক নমিতা রায়। তার মেয়ে প্রিয়াঙ্কা রায়(২৬)। তিনি বেশ কয়েক বছর ধরে বিভিন্ন ব্লকের বিভিন্ন থানা এলাকায় রাজনৈতিক দলের নেতাদের হানি ট্র্যাপ করতেন। অর্থাৎ তার মোহে ফেলে প্রথমে মোবাইল ফোনে কথাবার্তা, তারপরে হোয়াটসঅ্যাপ ফেসবুকে ছবি আদান প্রদান করতেন।তারপর একাধিকবার দেখাও করতেন। তারপর ওই যুবতী মেলামেশা করে কখনও ধর্ষণের অভিযোগ, আবার কখনও ধর্ষণের চেষ্টা – এসবই ছিল প্রিয়াঙ্কার পরিকল্পনার মধ্যে। যার ফলে বিভিন্ন রাজনৈতিক নেতারাও গ্রেফতার হয়েছিলেন।
এরপর তার বিরুদ্ধে স্বরূপনগর থানায় একটি অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে স্বরূপনগর থানার পুলিশ প্রিয়াঙ্কা রায়কে গ্রেফতার করে। তাকে বসিরহাটে মহকুমা আদালতে পাঠানো হয়েছে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে।ইতিমধ্যেই প্রিয়াঙ্কা জেরায় শিকার করেছে সে বেশ কয়েক বছর ধরে এই ব্ল্যাকমেলিংয়ের ছক কষে লাখ লাখ টাকা তুলেছে।
ইতিমধ্যে বসিরহাট মহকুমা সাইবার ক্রাইম দফতরে সাইবার অপরাধের একটি মামলা রুজু হয়েছে। যদিও হাড়োয়া BJP মহিলা মোর্চার সাধারণ সম্পাদক নমিতা রায় বলেন, “আমার মেয়েকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে।কোনও টাকা পয়সা নেয়নি সে। সম্পূর্ণ মিথ্যা এই ধরনের অভিযোগের কোনও ভিত্তি নেই”।
গুজরাত টাইটান্স – ২১৪/৪ (২০)
চেন্নাই সুপার কিংস – ১৭১/৫ (১৫) (ডিএলএস পদ্ধতি)
এই স্থানে পড়ে ছিল দেবী সতীর স্তনযুগল
১৫ ওভারে জয়ের জন্য ১৭১ রান দরকার চেন্নাইয়ের
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
বাইরন শুভেন্দু নয় , অভিষেকের ঘনিষ্ঠ , তা তৃণমূল প্রমান করে দিয়ে গেল , তোপ সুকান্তর
নিজেদের শৃঙ্গার করতে বানিয়ে নিতে পারেন এই গয়না
অর্ডন্যান্স ফ্যাক্টরি চান্দা ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পদে ২৫০ জন লোক নিয়োগ করছে
৩ বল খেলে ৪ রান তোলেন চেন্নাইয়ের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়
এই স্ক্রাব ফেরাবে ত্বকের উজ্জ্বলতা
দেখুন কেনো বিখ্যাত আজকের দিনটি
এই কেক খেতে যেমন সুস্বাদু তেমনই লোভনীয়
ঘরোয়া টোটকায় আমলকী করতে পারে অনেক রোগের নিরাময়
ফের রুপোর দাম অপরিবর্তিত
ফের সোনার দাম অপরিবর্তিত
সকলের সামনে প্রেমিকাকে কুপিয়ে খুন করে পালিয়ে যায় প্রেমিক