বন মহোৎসব উপলক্ষ্যে বনকর্মীদের রক্তদান মেলা

জুলাই ১৫, ২০২২ দুপুর ১১:২৬ IST
62d0f2cb51450_IMG-20220714-WA0016

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - বন মহোৎসব উপলক্ষ্যে রক্তদান করলেন বন কর্মী ও অধিকারিকরা। একই সঙ্গে বিতরণ করা হল গাছের চারা। বনদফতরের উদ্যোগে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটির যে সদস্যরা পর্যটন নিয়ে প্রশিক্ষণ নিয়েছিলেন তাদের হাতেও শংসাপত্র তুলে দেওয়া হয়।  

বিজ্ঞাপন

বৃহস্পতিবার পুরুলিয়ার উপকন্ঠে সুরুলিয়া মিনি চিড়িয়াখানায় আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন কংসাবতী উত্তর বনবিভাগের ডিএফও উমারানী সহ পদস্থ বনাধিকারিকরা।

বিজ্ঞাপন

ডি এফ ও বলেন , মিনি জুয়ের পশু ও পাখি মিলে মোট ৬ টি প্রাণীকে এক বছরের জন্য দত্তক নেন ছয় জন। 

আগামী দিনে এই দত্তক দেওয়ার সংখ্যা আরও বাড়াতে চান তারা।এই অনুষ্ঠানে মোট ৪৭ জন রক্তদান করেন বলেও জানান তিনি।

ভিডিয়ো

Kitchen accessories online