নিজস্ব প্রতিনিধি , কলকাতা - যাত্রার শুরুতেই বিপত্তির মুখে পরছে বন্দে ভারত। এবারে বন্দেভারত এক্সপ্রেসের ঘটনা নিয়ে ডিজির কাছে সাহায্য চাইল রেল। ইতিমধ্যেই সারানো হয়েছে ভাঙা দরজা ও জানলা। আইসিএফ থেকে কর্মীরা এসে ট্রেন সেট পরীক্ষা করেছেন। সেন্সর সহ অন বোর্ড জিনিস যথাযথ আছে। আজ থেকে লিফলেট দেওয়া শুরু হয়েছে।
রেল সূত্রে খবর , এবার থেকে অতিরিক্ত সংখ্যায় আরপিএফ ও আরপিএসএফ জওয়ানদের মোতায়েন করা হবে। ইতিমধ্যেই রেল এফআইআর দায়ের করেছে। কাটিহার ডিভিশন পাথর হামলার ঘটনার তদন্ত শুরু করেছে৷ পাশাপাশি লিফলেট দেওয়া হয়েছে।
লিফলেটে স্পষ্টতো লেখা রয়েছে , ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া শাস্তি যোগ্য অপরাধ৷ এমনকী , এটি আপনার কোনও কাছের মানুষকেও আঘাত করতে পারে৷
পরপর দুবার ঢিল ছোড়া হয় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে। মালদহের পর ফের এনজিপির কাছে , মঙ্গলবার বিকেল ৫.৫৭ নাগাদ সি৩ ও সি৬ কোচের জানলায় পাথর ছোড়া হয়। বাইরে থেকে ট্রেনের কামরার জানলা লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে।এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।তদন্তে জানা যায়, দুপুর দেড়টা নাগাদ, যখন ট্রেনটি এনজিপির দিকে যাচ্ছিল, স্টেশনে ঢোকার আগে ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া হয়।
এই নিয়ে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছে আরপিএফ। বুধবার এই বিষয় নিয়ে আরপিএফ ও জিআরপিএফ কর্তাদের মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয় এসরপি অফিসে।
এই বিষয়ে আজ বৈঠক শীর্ষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিআরপির এসপি সেলভামুরুগান জানিয়েছেন , এই বিষয় নিয়ে তদন্তের স্বার্থে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জিআরপি বিষয়টি তদন্ত করতে চাইছে। এছাড়াও হোয়াটস গ্রুপ বানানো হয়েছে। সেই গ্রুপে থাকবেন উত্তরবঙ্গের প্রতিটি স্টেশনের জিআরপি এর আইসি, ওসিরা।যেখানে স্টেশনগুলি বন্দে ভারত এক্সপ্রেস পার করলেই জানানো হবে গ্রুপে। এছাড়াও এনজেপি থেকে এখন বন্দে ভারতেও থাকবে জিআরপি এর পুলিশ কর্মীরা।
প্রসঙ্গত , শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়াল কর্মসূচিতে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেছিলেন। রবিবার থেকে যাত্রী চলাচল শুরু হয়েছে এই ট্রেনে। প্রথম দিনেই শৌচাগারে জলের টান, দুই কামরার মধ্যবর্তী দরজা ঠিকঠাক না-খোলা, চা-প্রাতরাশ সব যাত্রীর কাছে যথাসময়ে পৌঁছে দিতে না-পারার মতো পরিষেবাগত একাধিক অভিযোগ উঠেছে।যাত্রা শুরুর পর পাথরের হামলা। যার জেরে বন্দে ভারত এক্সপ্রেসের বাড়ল নিরাপত্তা। বিশেষ করে কোচের মধ্যে বাড়ল নিরাপত্তা।
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
ফের সোনার দাম ঊর্ধ্বমুখী
অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলে দল ছাড়লেন অঞ্চল সভাপতি
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মুম্বাই-ইউপি ম্যাচ
এখনও অধরা অমৃতপাল সিং, শুরু হয়েছে চিরুনি তল্লাশি
BSNL এর উত্তরাখন্ড সার্কেলে অ্যাপ্রেন্টিস পদে ২১ টি শূন্যপদে ছেলেমেয়ে নিয়োগ করা হবে
এরাজ্যে বামেদের মতো তৃণমূলও ভবিষ্যতে শূন্য হবে , দাবি শুভেন্দুর
আমার মক্কেলের কিডনির সমস্যা রয়েছে , আদালতে দাবি শান্তনুর আইনজীবীর
রাহুল গান্ধীর মুখ বন্ধ করার জন্য এই পদক্ষেপ দাবি কংগ্রেসের
শনিবার দ্বিতীয় রমজান
গণতন্ত্র বর্তমানে সোনার পাথর বাটি , বিজেপিকে কটাক্ষ করে ট্যুইট অভিষেকেরও
রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হতেই দেশ জুড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছে কংগ্রেস
হাসপাতালে চিকিৎসাধীন আহত ২ যুবক
শুধু বাড়িতেই আগুন নয় , নেশার ঘোরে স্ত্রী-কন্যাকেও বেধড়ক মারধর করার অভিযোগ মদ্যপ বেক্তির বিরুদ্ধে
অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করার সময় হাঁটুতে আঘাত