নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনই পাহাড়ে ১২ ঘণ্টার বন্ধ ডেকেছে গোর্খাপন্থীরা। তবে জরুরি পরিষেবা, শিক্ষা প্রতিষ্ঠান ও স্কুলবাসকে ছাড় দেবে তারা। তবু চিন্তার মেঘ কাটেনি পরীক্ষার্থীদের। এমন পরিস্থিতিতে বন্ধের বিরোধিতা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
এদিন মুখ্যমন্ত্রী বনধ প্রসঙ্গে জানিয়েছেন,'কেউ যদি মনে করে, বন্ধ করে ক্ষমতা দেখাবে, তাহলে আমি পরিস্কার বলে যাচ্ছি, কোনও বন্ধ হবে না।কেউ যদি পরীক্ষা দিতে না পারে সেই দায়িত্ব কে নেবেন?কোনও বঙ্গভঙ্গ হবে না। যারা ভঙ্গের চেষ্টা করবে তাদের মোহভঙ্গ হবে। অশান্তি আমি হতে দেব না, এটা আমার চ্যালেঞ্জ।'
এদিকে বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব পাশ হয়েছে। এর বিরোধিতায় সরব পাহাড়ের রাজনৈতিক দলগুলি। অভিযোগ, তাদের ইন্ধন দিচ্ছে বিজেপি। এই নিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন,'পাহাড়ে মাঝেমধ্যে কেউ কেউ জাগে। উন্নয়নের জন্য জাগে না। বন্ধের জন্য় জাগে। কোনও বঙ্গভঙ্গ হবে না।২৩ তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে। কেউ যদি বঙ্গভঙ্গ নিয়ে আন্দোলন করেন, আইন মেনে করবেন। কেউ আইন নিজের হাতে নিলে, সে যেই করুক না কেন, প্রশাসন ব্যবস্থা নেবে।'
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।