নিজস্ব প্রতিনিধি , ঢাকা - উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়ায় বাংলাদেশের প্রশংসায় ভাসলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার রাষ্ট্রপতি কুচকাওয়াজের এক অনুষ্ঠানে বাংলাদেশকে আরও উন্নত করার পরিকল্পনা জানালেন তিনি। সেই সঙ্গে যুদ্ধ নিয়ে আমাদের নিজের আতঙ্কের কথাও বললেন। এইসময় বিশেষ অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এরপর দুপুরে পলোগ্রাউন্ডে আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী যোগদান করবেন।
রবিবার সকালে চট্টগ্রামের মিলিটারি অ্যাকাডেমিতে ৮৩তম রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠান পালিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও বিশেষ অতিথির স্থানে দেখা যায় সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে। অনুষ্ঠানটিতে নিজের বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী। ২০২১ সালে বাংলাদেশের উন্নয়নশীল দেশের তকমা পাওয়ার প্রসঙ্গ টেনে আনেন তিনি। সেই সঙ্গে দেশকে আরও উন্নত করার চিন্তাভাবনা সম্পর্কেও বললেন।
বর্তমানে করোনা এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফলে আসন্ন অর্থনৈতিক সঙ্কটের আতঙ্কে আতঙ্কিত হয়ে পরেছেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সকলকে রক্ষা করতে একের পর এক প্রকল্প বাস্তবায়ন করছেন তিনি। এবার ফের সেই ভীতির কথা সকলের সঙ্গে ভাগ করে নিলেন। সেই সঙ্গে দেশ এবং দেশবাসীর উন্নয়নের লক্ষ্যে কাজ করার পরামর্শ দিলেন নবীন অফিসারদের। তার মতে, এই নতুন অফিসাররাই ২০৪১ সালের সৈনিক হিসেবে যোগদান করবে এবং দেশকে সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলবে।
তিনি বলেছেন,"৭৫ সালের ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এলে সেনাবাহিনীকে উন্নত করার কাজে লেগে পরে। দেশকে আমরা অনেকটা এগিয়ে এনেছি এবং আরও এগিয়ে নিয়ে যাবো। কিন্তু তা যুদ্ধের ফলে নয়। বঙ্গবন্ধুর দেখানো পথে আমরা এগোচ্ছি। সবার সঙ্গে মিত্রতা স্থাপন করে আমরা উন্নতি করবো।"
আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে, চলছে উদ্ধারকাজ
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও, গ্রেফতার ২ খালিস্তানপন্থী
আমার ১২৮টি বই পাবলিশ হয়েছে , এই বইমেলায় আরও ৬টি বই প্রকাশ হবে , দাবি মমতার
৪৬ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক প্রায় তলানিতে
শুরু হয়েছে উদ্ধারকাজ, হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা পাক প্রশাসনের
বাধার মুখে পরেন মহম্মদ সেলিম, সীতারাম ইয়েচুরি, সূর্যকান্ত মিশ্র-সহ বামফ্রন্টের অন্যান্য নেতারাও
প্রায় ৫ লক্ষ টাকার শাড়ি পুড়ে ছাই
অনেক চেষ্টার পরেও মৃত মহিলাকে শনাক্ত করা যায়নি
উন্নত দেশগুলো যখন হিমশিম খাচ্ছে, তারপরও আমাদের অর্থনীতির গতিধারা অব্যাহত রেখেছি , দাবি হাসিনার
কারা বসে রয়েছে পর্ষদে , কী করে হয় দুর্নীতি , হুঙ্কার বিচারপতির
আজকের কর্মবিরতির পরেও যদি কোনো সাড়া না পাওয়া যায় , তবে আরও বৃহত্তর আন্দোলন হবে , হুঁশিয়ারি আন্দোলন কারীদের
ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বসেরা ভারত
ANM & GNM পরীক্ষার প্রস্তুতিতে আজ ভূগোল
বিশ্বকাপ জিতেছেন, আবেগ কি আর বাধ মানে?