নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ দিনাজপুর – গোটা জুলাই মাস ধরেই চলে বিভিন্ন জায়গায় বনমহোৎসব পালন। এবার সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুরেও পালন করা হলো বনমহোৎসব। এদিন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট রেঞ্জ অফিসের পক্ষ থেকে এই বনমহোৎসবকে সামনে রেখে তপনপুর ব্লকের পাহাড়পুর ফরেস্টে বৃক্ষ রোপন করা হয়। এছাড়াও পুরোনো গাছের পরিচর্চাও করা হয়েছে এদিন।
প্রসঙ্গত , ১৪ই জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত রাজ্যব্যাপী চলে বনমহোৎসব পালন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বন দফতরের অধিকারিকগণ, কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিকারিক সহ বিএসএফ জাওয়ানরাও। এই বনমহোৎসবকে কেন্দ্র করে জেলা জুড়ে মোট ৮ লক্ষ চারাগাছ লাগানো হবে জানা গেছে। এছাড়াও ট্যাবলো ও পোস্টারিংয়ের মাধ্যমে মানুষের মনে গাছ নিয়ে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। উল্লেখ্য , ২০১১ সালে রাজ্যে বনভূমির পরিমাণ ছিলো ১৭.৭ শতাংশ, বর্তমানে সেই পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২১.৬১ শতাংশ।
অনুষ্ঠানে উপস্থিত বন দফতরের আধিকারিক সুকান্ত ওঝা জানিয়েছেন, "১৪ই জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত রাজ্যে চলবে বনমহোৎসব পালন। বন দফতরের উদ্যোগ রাজ্যের বিভিন্ন জায়গায় এই উৎসব পালন করা হয়। এই বছর রাজ্য জুড়ে মোট ২৫ লক্ষ চারা গাছ লাগানোর অঙ্গীকার নেওয়া হয়েছে। এই জেলায় মোট ৮ লক্ষ চারা গাছ লাগানোর পরিকল্পনা করেছি আমরা।"
আজ ফের দুপুর দেড়টা নাগাদ অটোরিকশা মিছিল করবেন আদিবাসী সম্প্রদায়রা , নতুন করে ফের যানজটের সম্ভাবনা শহরে
তাদের এই রুপোলী মুহূর্তে গর্বিত ১৪০ কোটি ভারতবাসী
সব মিলিয়ে এখনও পর্যন্ত ৭ টি সোনা এসেছে ভারতে
আজ থেকেই সাগরে যাওয়ার জন্য মৎস্যজীবীদের নিষেধ করেছে আবহাওয়া দফতর
রাজভবনের পক্ষ থেকে এই পুরস্কারের নাম রাখা হয়েছে দুর্গাভারত সম্মান
হলুদ,চিনি,লেবু দিয়েই উজ্জ্বল করে তুলতে পারেন ঠোঁট
দেখে নিন কিভাবে বাঁশকে সুন্দর কারুকার্য করে ঘর সাজানোর কাজে ব্যবহার করবেন
শুধু বিয়ে নয় , হানিমুনেও আপনার যথেষ্ট টাকা বাঁচবে এই পদ্ধতিতে
ব্রেকফাস্টেও চাইলে বানিয়ে নিতে পারেন এই তালের ক্রেপস
এই পদ্ধতিতে মাত্র কয়েক দিনের মধ্যেই দূর হবে খুশকির সমস্যা
জেনে নিন মৃগী রোগের হাত থেকে বাঁচতে কোন কোন যোগাসন করবেন
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
যারা ক্রিকেটের অন্ধ ভক্ত, তারা সকলেই বসির চাচাকে চেনেন