নিজস্ব প্রতিনিধি , ইসলামাবাদ - গত কয়েকমাস ধরেই বন্যায় ভাসছে সমগ্র পাকিস্তান। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে হাজারেরও বেশি নাগরিকের। দেশের একাধিক স্থানে ভেঙ্গে পরেছে ব্রিজ, রাস্তা ঘাটেরও বেহাল দশা। একাধিক জায়গায় বিধ্বস্ত যোগাযোগ ব্যবস্থাও। অতিরিক্ত বৃষ্টিপাত ও বন্যার কারণে ভেসে গিয়েছে অজস্র ঘরবাড়ি। মারা গেছে গবাদি পশুরাও। এমত পরিস্থিতিতে দেশজুড়ে দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট। এবার দোসর হল ইন্টারনেট পরিষেবার সমস্যাও।
গত কয়েক মাসে একাধিকবার বিদ্যুত ও জলের সমস্যায় নাজেহাল হয়েছে দেশবাসী। বিভিন্ন কলকারখানাকে নির্দেশ দেওয়া হয়েছে বিদ্যুৎ কম ব্যবহার করার জন্য। স্বাভাবিকভাবেই বিদ্যুতের অভাবে বর্তমানে ইন্টারনেট পরিষেবার সমস্যাও দেখা দিয়েছে। দেশের বেশ কিছু জায়গায় ইন্টারনেট পরিষেবা একেবারেই বন্ধ। কিছু কিছু স্থানে ইন্টারনেট চলছে খুবই ধীর গতিতে। ফলত, ব্যাহত হচ্ছে ইন্টারনেট ভিত্তিক কাজ।
জুন থেকে শুরু হওয়া এই বৃষ্টি ও বন্যার কারণে কমপক্ষে ১,০৩৩ জন মারা গেছে। এখনও পর্যন্ত আহত হয়েছে প্রায় ১,৫২৭ জন। গত ২৪ ঘন্টায় প্রায় ১১৯ জন মারা গেছে এবং ৭১ জন আহত হয়েছেন।বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৪৫১.৫ কিলোমিটার রাস্তা। সিন্ধুর মোট ২৩টি জেলাকে ‘দুর্যোগ-বিপর্যস্ত’ ঘোষণা করেছে পাকিস্তান সরকার। সারা দেশে জুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা। এই সঙ্কটকে জলবায়ু-সংযুক্ত মানবিক সঙ্কটও বলে অভিহিত করা হয়েছে।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।