নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - আগামীকাল সমগ্র বিশ্বজুড়ে মুক্তি পাবে শাহরুখ- দীপিকা অভিনীত পাঠান। এদিকে পাঠানের প্রথম গান 'বেশরম রং'প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে বয়কট পার্টির তুমুল শিকার হন গানটি । গানের সঙ্গে সঙ্গে কটাক্ষের ভাগীদার হন দীপিকা ও শাহরুখ। তবে, শাহরুখ বিভিন্ন রকম মন্তব্য প্রকাশ করলেও, দীপিকা এতদিন এই বিষয়ে কিছুই জানান নেই।
এতদিন পর্যন্ত গান,নাচের মূল চরিত্র দীপিকা পাড়ুকোন বিতর্কের জলঘোলার মাঝে নীরবতা পালন করেছিলেন।কিন্তু ছবি মুক্তির দিন এগোতে তিনি তার 'প্রিয় গান' নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছবির প্রযোজক সংস্থা যশরাজ ফিল্মস সদ্য একটি প্রচারমূলক ভিডিও পোস্ট করা হয়েছে।দীপিকা সেখানে জানান, ছবির দু’টি গানই ‘ঝুমে যো পাঠান’ বা ‘বেশরম রং’ তার পছন্দের। কিন্তু বিতর্কিত ওই গানটি শ্যুট করতে সবথেকে বেশি কষ্ট সহ্য করতে হয়েছে তাকে। তাই হয়তো একটু বেশিই পছন্দ দ্বিতীয়টি।
এদিকে,গানের ভিডিওটি দেখে মনে হচ্ছিল, শ্যুটের সময়ে ওই জায়গার আবহাওয়া খুবই আরামদায়ক ছিল, রোদে ভেজা, মনোরম। কিন্তু তা মোটেও সত্যি নয়! শ্যুটের সময়ে হু হু করে ঠান্ডা হাওয়া বইছিল। শ্যুট হয়েছিল স্পেনে। বিচের পার্টিতে বিভিন্ন স্যুইমস্যুটে নাচ করতে দেখা গিয়েছে দীপিকাকে। কিন্তু আদপে যে কী ভোগান্তি, তার আন্দাজ পাওয়া যেত না দীপিকা না জানালে।
পাশাপাশি,এই ছবির চরিত্রের জন্য কঠিন ফিটনেস মেইনটেইন করতে হয়েছিল অভিনেত্রীকে। কিন্তু ভক্তদের সামনে তার ডায়েট সম্পর্কে খোলসা করতে চাননি দীপিকা। তার কথায়, ‘অনেক সময়ে অভিনেতাদের ডায়েট শুনে সেটা ট্রাই করতে চেষ্টা করেন অনেকে। কিন্তু সবসময়ে ঠিক নয়। তাই বিস্তারিত বলব না। প্রবল মেনটেইন করতে হয়েছে আমায়।’
এদিকে, প্রথম দিনে শোতে সমগ্র থিয়েটারে অগ্রিম বুকিং সম্পন্ন হয়েছে, দ্বিতীয় দিনেও নব্বই শতাংশ বুকিং সম্পন্ন হয়েছে। দর্শকদের মনে পাঠানকে কেন্দ্র করে এক তুমুল উৎসাহ পরিলক্ষিত হচ্ছে।
নির্মাতাদের এমন দৃশ্য কখনই সিনেমায় রাখা উচিত নয় , যা মানুষের ভাবাবেগে আঘাত করে, দাবী আদিত্যনাথের
৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ৪ দিন ধরে চললো নাট্য উৎসব
দুর্ঘটনার মুখে অভিনেত্রী ঊর্বশী ঢোলাকিয়া
পরকীয়ায় জড়িয়ে ডিভোর্সের হুমকি দিচ্ছে আদিল , দাবি রাখির
Together, We Can Cure Cancer , মিশনকে সামনে রেখে ক্যান্সারের বিরুদ্ধে চলছে লড়াই
করোনার পর আবার দর্শকদের হলমুখী দেখে উচ্ছাসিত আয়োজকরা
এই প্রথম হাজার কোটির মাইলফলক স্পর্শ করবে কোনো বলিউড সিনেমা
মৃত্যুকালীন সঙ্গীত শিল্পীর বয়স হয়েছিল ৭৭
ডাবিংয়ের জন্য ছবিটা দেখছিলাম, চোখে জল এসে যাচ্ছিল , দাবি ঋতাভরীর
কী মিষ্টি দেখতে এই জুটিকে , সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা কঙ্গনার
বিয়ের আগে মুম্বইয়ের কালিনা বিমানবন্দরে ক্যামেরাবন্দি অভিনেত্রী কিয়ারা
সানি লিওনের সভাস্থল থেকে মাত্র ১০০ মিটার দূরেই বিস্ফোরণ
আমি জানতাম আমার ছবিতে আপত্তিকর কিছুই নেই , দাবি পরিচালকের
জাঁকজমকপূর্ণ ভাবে অনশা-শাহিনের বিয়ের অনুষ্ঠান সুসম্পন্ন হয়
জেনে নিন হাড়ের ক্ষয় রোধ করার জন্য কোন কোন যোগাসন করবেন