নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা - ভোট আবহে রাজনৈতিক অশান্তিতে সরগরম পশ্চিমবঙ্গ। বুধবার খড়দহ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্তের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার পরিপ্রেক্ষিতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।
খড়দহ বন্দিপুর এলাকা দিয়ে যাওয়ার সময় শীলভদ্র দত্তের গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা বোমা নিক্ষেপ করে। গাড়ির পিছনের অংশে বোমা লেগে প্রবল বিস্ফোরণ হয়। তবে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন বিজেপি প্রার্থী। আপাতত তিনি সুস্থ আছেন বলে জানা গেছে। ঘটনাস্থল ইতিমধ্যেই পৌঁছেছে স্থানীয় থানার পুলিশ। তদন্ত শুরু করা হয়েছে।