যুব তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি

এপ্রিল ১৪, ২০২১ দুপুর ০৩:০৯ IST
6076b1eb2c50c_WhatsApp Image 2021-04-14 at 14.41.21 6076b1eb31dda_WhatsApp Image 2021-04-13 at 18.11.50 (1)

নিজস্ব প্রতিনিধি, নদিয়া – রাজনৈতিক উত্তাপ ক্রমশই বেড়ে চলেছে। যুব তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। এই ঘটনাটি ঘটেছে নদিয়ার ধানতলায়। অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। 

সূত্রের খবর, মঙ্গলবার রাতে ওই যুব তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি করা হয়। বুধবার সকালেও একটি তাজা বোমা তাঁর বাড়ির উঠোন থেকে উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে ধানতলা থানার পুলিশ।    

   

ভিডিয়ো

Kitchen accessories online