নিজস্ব প্রতিনিধি , হুগলী – পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা হুগলীর জাঙ্গিপাড়ার ফুরফুরায়। বৃহস্পতিবার বেলা বারোটার সময় বোর্ড গঠনের কথা ছিল। কিন্তু সময় পেরিয়ে যাওয়ার পরেও বোর্ড তৈরি না হওয়ায় ঝামেলা শুরু হয়ে যায়। তৃণমূল এবং আইএসএফ দুই দলের মধ্যে শুরু হয় ব্যাপক বোমাবাজি। এলাকায় বোমাবাজি পর পুলিশকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। পাল্টা টিয়ার গ্যাসের শেল ফাটাল পুলিশ।এই পরিস্থিতিতে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পরেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।
সূত্রের খবর , ফুরফুরা পঞ্চায়েতের ২৯ টি আসনের মধ্যে ২৪ টি পেয়েছে তৃণমূল। আইএসএফ ও সিপিএম জোটের দখলে ৫ টি আসন। অভিযোগ, বোর্ড গঠনকে কেন্দ্র করে বুধবার রাত থেকেই অশান্তি চলছে হুগলীর ফুরফুরায়। বৃহস্পতিবার সকাল হতেই বোর্ড গঠন ঘিরেই নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এদিন ফুরফুরা গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করার কথা জানিয়েছিল প্রশাসন। সেই মতো হাজির হয়েছিলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা।
অন্যদিকে বিষয়টি আদালতে বিচারাধীন, জানিয়ে বোর্ড গঠনের বিরোধিতায় পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দেয় আইএসএফ ও সিপিএম কর্মীরা। বৃহস্পতিবার দুপুরের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। সেসময়ই পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোঁড়া হয়। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটায়।
এরপরই ঘটনাস্থলে এসে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পরলেন নওশাদ সিদ্দিকী।বচসার সময়ে এক পুলিশকর্মীকে ‘তুই’ বলে সম্বোধন করতে দেখা যায় নওশাদকে। তা নিয়ে বচসা আরও তীব্র হয়। আইএসএফ বিধায়কের অভিযোগ , তৃণমূল বেআইনিভাবে বোর্ড দখলের চেষ্টা করছে। আর সবকিছু দেখেও পুলিশ কিছু করছে না।
নওশাদ সিদ্দিকীকে বলতে শোনা যায়, ‘এখানে চার্জে কে আছেন’? পুলিশকে আঙুল তুলে বলতে থাকেন, ‘তুমি আমার বাড়িতে ঢিল ছুঁড়েছ কেন? এরপরে পুলিশকে ‘তুই-তোকারি’ করতে থাকেন। বলতে থাকেন, ‘আপনি আমার বাড়িতে ইট ছুঁড়েছেন কাঁচ ভেঙেছেন’।
এই অশান্তির বিষয়ে নওশাদ বলেন, “আজকে এখানে ফুরফুরায় পঞ্চায়েত বোর্ড গঠনের দিন ধার্য ছিল। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই যত ঝামেলা। সেটা আমার ভাববারও বিষয় নয়। কিন্তু আমার বাড়ির ভিতরেই সেল ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমি পারিবারিক কাজে বেরিয়ে যাচ্ছিলাম। আমি খবর পেলাম, আমার বাড়িতে সেল ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমার বাড়ির কাচ ভেঙেছে। আমি অ্যাডিশনাল এসপি-কে জিজ্ঞাসা করলাম, কোনও উত্তর দিতে পারলেন না। আমি অবস্থান বিক্ষোভে বসলাম। আমি দেখলাম পুলিশ মারধর করছিল। আমি অনুরোধ করলাম , শান্ত পরিবেশকে উত্তপ্ত করবেন না। ফুরফুরা শরিফ, শান্তির জায়গা। আমি একাই অবস্থান বিক্ষোভ করছিলাম। আমি অবস্থান তুলেও নিই। বাড়িতে ঢুকেছি, মোবাইল রাখছিলাম। সেল ফাটাতে শুরু করল। ওরা পীর সাহেবদের দরবারে ঢুকে যাচ্ছিল। সিনিয়র মোস্ট পীর সাহেবের দরবারে ঢুকে যায়। তাদেরকে মারধরও করেছে। আমিও ফুরফুরা শরিফের একজন পীরজাদা। কিন্তু আমি তো পীর সাহেবদের ওপরে কথা বলতে পারিনা।”
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
সপ্তম দিনের শেষে ভারত রয়েছে চতুর্থ স্থানে
ইস্টবেঙ্গল – ২
হায়দরাবাদ এফসি – ১
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
এইমস কল্যাণীতে বিভিন্ন পদে ১৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে শিক্ষানবিশ পদে ২৪৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
ESIC-তে প্যারামেডিক্যাল স্টাফ পদে ১০৩৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে জয়জয়কার ভারতীয়দের
ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে টয় ট্রেন চলাচল
ভারত - ১০
পাকিস্তান - ২
হাসপাতালে ভর্তি হবার পর কারোর যেন মৃত্যু না ঘটে , ডেঙ্গু নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
ল্যাপটপ, মোবাইল ফোন, প্রিন্টার ও কার্ড সোয়াইপিং মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যেতে তার ভাই আবেদন জানান