বোর্ড গঠনের ৪০ দিনের মাথায় তৃণমূল পঞ্চায়েত প্রধান বদল , ক্রমেই প্রকট হচ্ছে গোষ্ঠীকোন্দলের জল্পনা

সেপ্টেম্বর ২১, ২০২৩ বিকাল ০৫:১১ IST
650c2773ee779_Screenshot_2023-09-21-16-51-36-005-edit_com.google.android.googlequicksearchbox

নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া – অনেক অশান্তির পর পশ্চিমবঙ্গে মিটেছে পঞ্চায়েত ভোট ও বোর্ড গঠন প্রক্রিয়া। কিন্তু এই বোর্ড গঠনের মাত্র বোর্ড গঠনের ৪০ দিনের মাথায় পঞ্চায়েত প্রধান বদল। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার তৃণমূল পরিচালিত বেলিয়াতোড় গ্রাম পঞ্চায়েতে। গত মাসে বোর্ড গঠনের সময় ওই পঞ্চায়েতে প্রধান হিসাবে নির্বাচিত হন তৃণমূলের প্রদীপ পাল। দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মাথায় তিনি পদত্যাগ করায় ওই পঞ্চায়েতে পুনরায় প্রধান নির্বাচনের প্রস্তুতি শুরু হয়। গতকাল ওই পঞ্চায়েতে প্রধানের দায়িত্ব তুলে দেওয়া হয় তৃণমূলেরই বিবেক সির হাতে।

সূত্রের খবর , গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়ার বেলিয়াতোড় গ্রাম পঞ্চায়েতের ২০ টি আসনের মধ্যে প্রতিটি আসনেই জয় লাভ করে তৃণমূল। গত ১১ অগষ্ট জেলার অন্যান্য গ্রাম পঞ্চায়েতের মতো বেলিয়াতোড় গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করে তৃণমূল। সদস্যদের মধ্যে ভোটাভুটিতে প্রধান হিসাবে নির্বাচিত হন তৃণমূলের প্রদীপ পাল। দলীয় নির্দেশ না মেনে প্রধান হিসাবে প্রতিদ্বন্দিতা করে প্রধান নির্বাচন হয়। তাই এর কারণ জানার জন্য নোটিস দেয় তৃণমূলের জেলা নেতৃত্ব।

এর কয়েকদিনের মধ্যে বড়জোড়া ব্লকের বিডিওর কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেন সদ্য নির্বাচিত প্রধান প্রদীপ পাল। এরপর থেকেই নতুন পঞ্চায়েত প্রধান নির্বাচনের প্রস্তুতি শুরু করে তৃণমূল। গতকাল বেলিয়াতোড়ের প্রধান হিসাবে দায়িত্বভার তুলে দেওয়া হয় বিবেক সি র হাতে।এই নিয়ে তৃণমূলের একাংশ জানায় দলের নির্দেশেই  বিবেক সি বেলিয়াতোড় গ্রাম পঞ্চায়েতের প্রধান । কিন্তু প্রথমে সেই নির্দেশ প্রথমে অমান্য করে প্রদীপ পাল এই বিষয়টিকে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব বলে মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব।

ভিডিয়ো

Kitchen accessories online