নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - পৌরাণিক ধারণায় বুদ্ধকে বিষ্ণুর নবম অবতার মনে করা হয়। এই তিথিতে ব্রত তথা উপবাস করার প্রথা প্রচলিত রয়েছে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এই উৎসব বিশেষ তাৎপর্যপূর্ণ।জলপাইগুড়ি শহরের বুকেই রয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপাসনাস্থল ডেছিং ছেরিং গুমফা। আজ বৌদ্ধ পূর্ণিমার সকাল থেকেই বৌদ্ধ সন্ন্যাসীদের পবিত্র ত্রিপিটক পাঠের মধ্যে দিয়ে শুরু হয়েছে বুদ্ধদেবের ২৫৬৭ তম জন্মজয়ন্তী উৎসব পালন।
আজ বৌদ্ধ পূর্ণিমা। বুদ্ধদেবের ২৫৬৭ তম জন্মজয়ন্তী। এই তিথিতে বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষরা বিভিন্ন বৌদ্ধ মঠ বা প্যাগোডায় একত্রিত হয়ে বুদ্ধের উপাসনা করেন সঙ্গে দান-পুণ্যের কাজ করে থাকেন। স্থানীয় সূত্রে জানা গেছে, চীনের নিন্দা করে, তিব্বত সহ সমগ্র বিশ্বে শান্তি কামনা করে পালিত হচ্ছে বুদ্ধ জন্মজয়ন্তী।
জলপাইগুড়ি শহরের বুকেই রয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপাসনাস্থল ডেছিং ছেরিং গুমফা।বৌদ্ধ পূর্ণিমার, সকাল থেকেই বৌদ্ধ সন্ন্যাসীদের পবিত্র ত্রিপিটক পাঠের মধ্যে দিয়ে শুরু হয়েছে, বুদ্ধদেবের ২৫৬৭ তম জন্মজয়ন্তী উৎসব পালন।
এই বিশেষ দিন উপলক্ষ্যে একদিকে যেমন সেজে উঠেছে গুম্ফা সংলগ্ন এলাকা, সহ গুমফার অন্দরমহল। এর সঙ্গেই আজ পবিত্র ত্রিপিটক নিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি শোভাযাত্রার মাধ্যমে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শান্তির বাণী প্রচার করে ফিরে আসেন উপাসনা স্থলে। এছাড়াও বুদ্ধদেবের প্রসাদ হিসাবে জনসাধারণের জন্য রান্না করা হয় বেশ কিছু পদ। এর সঙ্গেই অনেক রকমের তথা অনেক পরিমাণের ফল এইদিন বৌদ্ধ দেবের উদ্দেশ্যে আনা হয়।
বুদ্ধ দেবের জন্মজয়ন্তী পালনের উদ্দেশ্য প্রসঙ্গে জলপাইগুড়ি দেছিং ছেড়িং গুম্ফার পরিচালন কমিটির অ্যাডভাইজার নিলম ভুটিয়া জানিয়েছেন, "বুদ্ধদেব বিশ্ব জুড়ে শাস্তির বাণী প্রচার করেছিলেন, আজও আমরা এই বিশেষ দিনে বিশ্ব শান্তির উদ্দেশ্যেই পুজা পাঠ করছি।
তবে চীনদেশ দ্বারা স্বাধীন তিব্বতকে দখল করার পর থেকে সেখান বসবাসকারি বৌদ্ধ ধর্মাবলম্বীদের ওপর যে ভাবে অত্যাচার করে আসছে চীন আমরা তার তিব্র নিন্দা করি"।
গুজরাত টাইটান্স – ২১৪/৪ (২০)
চেন্নাই সুপার কিংস – ১৭১/৫ (১৫) (ডিএলএস পদ্ধতি)
এই স্থানে পড়ে ছিল দেবী সতীর স্তনযুগল
১৫ ওভারে জয়ের জন্য ১৭১ রান দরকার চেন্নাইয়ের
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
বাইরন শুভেন্দু নয় , অভিষেকের ঘনিষ্ঠ , তা তৃণমূল প্রমান করে দিয়ে গেল , তোপ সুকান্তর
নিজেদের শৃঙ্গার করতে বানিয়ে নিতে পারেন এই গয়না
অর্ডন্যান্স ফ্যাক্টরি চান্দা ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পদে ২৫০ জন লোক নিয়োগ করছে
৩ বল খেলে ৪ রান তোলেন চেন্নাইয়ের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়
এই স্ক্রাব ফেরাবে ত্বকের উজ্জ্বলতা
দেখুন কেনো বিখ্যাত আজকের দিনটি
এই কেক খেতে যেমন সুস্বাদু তেমনই লোভনীয়
ঘরোয়া টোটকায় আমলকী করতে পারে অনেক রোগের নিরাময়
ফের রুপোর দাম অপরিবর্তিত
ফের সোনার দাম অপরিবর্তিত
সকলের সামনে প্রেমিকাকে কুপিয়ে খুন করে পালিয়ে যায় প্রেমিক