নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ফের অপেক্ষার অবসান। সামনে এসেছে বাংলা মেগার গত সপ্তাহের টিআরপি। সাধারণত বৃহস্পতিবার প্রকাশ্যে আসে ধারাবাহিকগুলির মার্কশিট। এজন্যে সপ্তাহের এদিনের অপেক্ষায় থাকেন টেলিভিশনের বহু দর্শক। বাংলা টেলিভিশনে চলছে জোরদার লড়াই।তবে টিআরপি চার্টের সেরা পাঁচে চলতি সপ্তাহেও নেই সেরকম কোনও রদবদল।
মার্চের তৃতীয় সপ্তাহে এসেও সেরা অনুরাগের ছোঁয়া। সূর্য আর দীপার জীবনের নাটকীয় মোড় থেকে চোখ সরছে না বাংলার দর্শকের। বেঙ্গল টপার হয়ে চলেছে স্টার জলসার এই মেগা প্রায় তিন মাস ধরে। এদিকে দুইয়ে নিজের জায়গা ধরে রেখেছে জগদ্ধাত্রী। জি-র টপার সিরিয়ালও এটি। চলতি বছরের জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডেও তাই ভরে ভরে জিতে নিয়েছে পুরস্কার। টক্কর দিয়েছে একটানা ৩৪ সপ্তাহ টপার হওয়া মিঠাইকেও। তিন নম্বরে খেলনা বাড়ির জায়গাও পাকা।
চার নম্বরে জায়গা ভাগ করে নিল গৌরী এলো আর নিম ফুলের মধু। পাঁচে পঞ্চমী। তবে পিছিয়ে পরল রাঙা বউ এক নম্বরের জন্য। অর্থাৎ সাড়ে আটটার স্লট শ্রুতির থেকে ছিনিয়ে নিলেন সুস্মিতা। পুরনোদের মধ্যে দুই জনপ্রিয় মেগা গাঁটছড়া আর মিঠাই বন্ধ হয়ে যাওয়ার কথা শোনা যাচ্ছে কয়েকদিন ধরে। এদিকে নম্বর বাড়িয়ে উপরে উঠছে রূপা গঙ্গোপাধ্যায়, স্বীকৃতি মজুমদারের ‘মেয়েবেলা’ ধারাবাহিকও। চলতি সপ্তাহে বাংলা মিডিয়ামের সঙ্গে রয়েছে সাত নম্বর স্থানে।
এক নজরে সেরা দশের তালিকা-
প্রথম- অনুরাগের ছোঁয়া (৮.৫)
দ্বিতীয়- জগদ্ধাত্রী (৭.৯)
তৃতীয়- খেলনা বাড়ি (৭.৩)
চতুর্থ- গৌরী এলো/ নিম ফুলের মধু (৭.১)
পঞ্চম- পঞ্চমী(৬.৬)
ষষ্ঠ- রাঙা বউ (৬.৫)
সপ্তম- মেয়েবেলা/ বাংলা মিডিয়াম (৬.৩)
অষ্টম- গাঁটছড়া/ মিঠাই (৫.৯)
নবম- সোহাগ জল (৫.৭)
দশম- এক্কা দোক্কা (৫.৬)
২৭ মার্চ থেকে দুপুর ৩টের স্লটে পাঠিয়ে দেওয়া হবে তোমার খোলা হাওয়াকে। চলতি সপ্তাহে এই মেগার টিআরপি ৪.১। নতুন শুরু হওয়া কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ পেয়েছে ৪.৮। এখন দেখার কৈশোরের প্রেমে কতটা মজে দর্শক! আদৌ টক্কর দিতে পারে কি না টিআরপি-তে তিন নম্বরে থাকা খেলনা বাড়িকে।
পদক জয় করে আনা দেশের গর্বিত খেলোয়াড়দের সঙ্গেই নিকৃষ্টতম ব্যাবহার , তীব্র ক্ষোভ প্রকাশ নীরজ চোপড়া সহ ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীরও
কাকে কি করতে হবে এটা বলা বন্ধ করুন , জায়রাকে পাল্টা খোঁচা নেটিজেনদের
গান্ধীবাদীরা তার সঙ্গে যেটা করেছেন সাভারকরকে নিয়ে দয়া করে সেই এক জিনিস করবেন না , দাবি স্বস্তিকার
ছবির পরিচালনা করছে খোদ রণদীপ হুডা নিজেই
জমিতে ভালো ফসল ফলানোর আশায় জেলা জুড়ে পালন করা হলো রোহিণী উৎসব
সিরিয়ালের ফাঁকে লুকিয়ে আন্দামানে প্রি-হানিমুন , শ্রীমার উপর চটলেন নেটপাড়া
দুই সন্তান আথিয়া আর অহানের কথা ভেবেই নেপানসিয়া রোড ছেড়ে চলে আসি , দাবি সুনীল শেট্টির
আমার সংসদ আমার অহংকার , মোদিকে ট্যুইট করে বার্তা বাদশার
বলিউডে পা রাখতেই টলিউডকে ভুলে গেলেন প্রসেনজিৎ
এইটুকু বলতে পারি, আমার পরের গন্তব্যের নাম নতুন অভিজ্ঞতা , বার্তা সৌমকের
পরকীয়ার বিবাদ ভুলে নতুন করে প্রেমিককে আপন করে নিতে চলেছে ইপ্সিতা মুখার্জি
মাটির তলা থেকে বেরিয়ে আসা জৈন ধর্মের অতি প্রাচীন মূর্তি চুরি করে আমাদের বিশ্বাস নিয়ে খেলা করেছে , তীব্র ক্ষোভ প্রকাশ দিগম্বর জৈনের
পরিচালক অসুস্থ , আপাতত বন্ধ ছবির প্রচার কাজ
নিজের টাকা খরচ করে হল ভাড়া করুন , লাল গালিচা বিছিয়ে দিন , লোকজন নিয়ে গিয়ে ফটো তুলুন , এটাই কান উৎসব , বিস্ফোরক মন্তব্য নাওয়াজের
আগামী ৩০ শে মে দুপুর ১২টার মধ্যে পরিচালককে আমহার্স্ট স্ট্রিট থানায় হাজিরার নির্দেশ