ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (BECIL)-এর মাধ্যমে এইমস কল্যাণীতে বিভিন্ন পদে নিয়োগ

সেপ্টেম্বর ২৯, ২০২৩ বিকাল ০৬:৪৭ IST
6516ce3be98e1_WhatsApp Image 2023-09-29 at 18.46.25_109a1d36

ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (BECIL)-এর মাধ্যমে এইমস কল্যাণীতে বিভিন্ন পদে ৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে।

পদ – টেকনিক্যাল অফিসার (ডেন্টাল) / ডেন্টাল টেকনিশিয়ান, ডায়েটিশিয়ান, লাইব্রেরিয়ান গ্রেড-III, লাইব্রেরিয়ান গ্রেড-২

শিক্ষাগত যোগ্যতা – M.Sc. পাশ করা ছেলেমেয়েরা আবেদনের যোগ্য।  

বয়স - ২১ বছর থেকে ৩৫ বছর পর্যন্ত

শূন্যপদ –

প্রার্থী বাছাই – প্রাথমিক স্ক্রীনিংয়ের মাধ্যেম প্রার্থী বাছাই করা হবে।

আবেদন পদ্ধতি – আবেদন করতে হবে অনলাইনে ১০.১০.২০২৩ তারিখের মধ্যে।

বিশদে জানতে - www.becil.com এই ওয়েবসাইট দেখুন।

ভিডিয়ো

Kitchen accessories online