ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (BECIL)-এর মাধ্যমে এইমস কল্যাণীতে বিভিন্ন পদে ৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে।
পদ – টেকনিক্যাল অফিসার (ডেন্টাল) / ডেন্টাল টেকনিশিয়ান, ডায়েটিশিয়ান, লাইব্রেরিয়ান গ্রেড-III, লাইব্রেরিয়ান গ্রেড-২
শিক্ষাগত যোগ্যতা – M.Sc. পাশ করা ছেলেমেয়েরা আবেদনের যোগ্য।
বয়স - ২১ বছর থেকে ৩৫ বছর পর্যন্ত
শূন্যপদ – ৬
প্রার্থী বাছাই – প্রাথমিক স্ক্রীনিংয়ের মাধ্যেম প্রার্থী বাছাই করা হবে।
আবেদন পদ্ধতি – আবেদন করতে হবে অনলাইনে ১০.১০.২০২৩ তারিখের মধ্যে।
বিশদে জানতে - www.becil.com এই ওয়েবসাইট দেখুন।