বেঙ্গালুরু-হাওড়া দুরন্ত এক্সপ্রেসে আগুন , তড়িঘড়ি ট্রেন থেকে নামানো হলো যাত্রীদের

নভেম্বর ২৭, ২০২২ বিকাল ০৬:৩০ IST
63835a28d21c8_IMG_20221127_180640

নিজস্ব প্রতিনিধি , অমরাবতী - ফের দুর্ঘটনার শিকার দুরন্ত এক্সপ্রেস। রবিবার অন্ধ্রপ্রদেশের চিত্তুরে বেঙ্গালুরু-হাওড়া দুরন্ত এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে হঠাৎই আগুন লেগে যায়। ব্রেক ব্লকের ঘর্ষণের কারণে একটি কোচ থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে আসে স্থানীয় থানার পুলিশ।

স্থানীয় সূত্রেট খবর , বেঙ্গালুরু থেকে কলকাতা যাওয়ার সময় স্যার এম বিশ্বেশ্বরায় টার্মিনাল-হাওড়া দুরন্ত এক্সপ্রেসের একটি কোচে আগুন লেগে যায়। ঘটনাটি ঘটে চিত্তুর জেলার  কুপ্পাম স্টেশনের কাছে। ঘটনাটি পুলিশকে জানানোর সঙ্গে সঙ্গেই তারা ঘটনাস্থলে ছুটে আসে। কোচে আটকে পরা যাত্রীদের নামিয়ে আনা হয় ট্রেন থেকে। চেষ্টা করা হয় আগুন নেভানোর। তবে ঘটনায় হতাহতের কোনো খবর নেই।

অপরদিকে, একটি অফিসিয়াল বিবৃতিতে ভারতীয় রেলওয়ের তরফ থেকে জানানো হয়েছে যে ট্রেনের ওই কোচটি ব্রেক বাইন্ডিংয়ের শিকার হয়েছিল। তাই ব্রেক ব্লকের ঘর্ষণের কারণে কোচ থেকে ধোঁয়া বেরতে শুরু করেছিল।
 

ভিডিয়ো

Kitchen accessories online