নিজস্ব প্রতিনিধি, কারাচি - FATF-এর ধূসর তালিকা থেকে নিজেদের মুক্ত করতে পারলো না ইসলামাবাদ। এরই মধ্যে তাদের ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশ’ হিসেবে পাকিস্তানকে শ্রেণিভুক্ত করল ব্রিটেন। অর্থ তছরুপ ও সন্ত্রাসবাদে আর্থিক মদত দেওয়ার অভিযোগেই এই তালিকায় রাখা হল পাকিস্তানকে। প্রসঙ্গত, মোট ২১টি দেশকে এই তালিকাভুক্ত করা হয়েছে।
পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরীর দাবি, কোনও উপযুক্ত তথ্যপ্রমাণ ছাড়াই পাকিস্তানকে এই তালিকায় রাখা হয়েছে। তথ্যপ্রমাণ যাচাই করে এবং রাজনৈতিক উদ্দেশ্য থেকে সরে এসে এই সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করবে ব্রিটেন, বলে আশা করেন তিনি।
২০১৮ সালের জুন মাসে ধূসর তালিকাভুক্ত করা হয় ইমরান খানের দেশকে। সেই সঙ্গে তাদের নির্দেশ দেওয়া হয় ২০১৯ সালের মধ্যে সন্ত্রাসে আর্থিক মদত দেওয়া ও আর্থিক দুর্নীতির অভিযোগ থেকে মুক্ত হতে অ্যাকশন প্ল্যানগুলি মেনে চলতে। পরে করোনা পরিস্থিতিতে এই ডেডলাইন পরে আরও বাড়িয়ে দেওয়া হয়। তারপর থেকেই ইমরান প্রশাসন মরিয়া হয়ে চেষ্টা করেছে ওই তালিকার ছায়া থেকে বেরিয়ে আসার।
প্রসঙ্গত, ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশ’-এর এই তালিকায় পাকিস্তান ছাড়াও রয়েছে আলবেনিয়া, বার্বাডোজ, কম্বোডিয়া, পানামা, সেনেগাল, সিরিয়া, উগান্ডা, জিম্বাবোয়ে প্রমুখ দেশ।
রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রীকে তুইতোকারি করে কথা বলছে,ওনার ভাষাজ্ঞান আছে, কটাক্ষ সুকান্তর
অ্যাটলেটিকো মাদ্রিদ - ৩
গেটাফে - ০
জুভেন্টাস - ৩
সাসুওলো - ০
লিভারপুল - ১
ক্রিস্টাল প্যালেস - ১
মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
২ঘণ্টা ২৮ মিনিট ৩৬ সেকেন্ডে দৌড় শেষ করে বিরাট সাফল্য আলেকসান্দ্রার
বিধাননগর ৩৪ নম্বর ওয়ার্ডের সভাপতির উদ্যোগে নারিশক্তিকে তুলে আনতেই আয়োজিত এই প্রদর্শনী ম্যাচ
অগ্নিকান্ডের ঘটনায় অভিযুক্ত রেস্তোরাঁ মালিককে গ্রেফতার করেছে চকবাজার থানার পুলিশ
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর
ব্যাজ নাম্বার দেখে সনাক্ত করা হয়েছে ২ শহীদ জওয়ানকে , পুনরায় রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য
গ্রেট ক্যালকাটা কিলিংসের মত ঘটনা ঘটানোর জন্য তৃণমূল যদি বিশেষ বাহিনী রাখে , তাকে রুখে দেওয়া জন্য বিজেপিও তৈরি, হুঁশিয়ারি বিজেপির
খেলা হবে দিবস উপলক্ষ্যে মানিকতলায় তৃণমূলের মিছিল
চন্দনওয়াড়ি থেকে পেহেলগাও হয়ে অমরনাথ যাওয়ার যাওয়ার পথে দুর্ঘটনা
সঙ্কটে পড়ল কলকাতা ময়দানও
বিশেষ কপ্টার উপহার , জরুরি সময়ে ত্রাণ , তারপরেও চীনা প্রস্তাবে সায় লঙ্কার