নিজস্ব প্রতিনিধি, এডিনবরা - দিনে দিনে বিশ্বজুড়ে বেড়েই চলেছে খালিস্তানিদের তান্ডব। গতকাল স্কটল্যান্ডের গুরুদ্বারে ভারতীয় রাষ্ট্রদূতকে ঢুকতে বাধা দিল খালিস্তানিরা। এই ঘটনার পর তোলপাড় গোটা বিশ্ব। ইতিমধ্যেই গুরুদ্বার গুরু গ্রন্থ সাহিব শিখ সভা থেকে একটি বিবৃতিও প্রকাশ করা হয়েছে। এমনকি ভারতীয় হাই কমিশনারকে ফের আমন্ত্রণও জানিয়েছে ওই গুরুদ্বার।
এদিন সেই বিবৃতিতে ঘটনার নিন্দা জানিয়ে বলা হয়েছে, 'অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা ভারতীয় হাইকমিশনারকে গুরুদ্বারে প্রবেশে বাধা দেয়। তারা গ্লাসগোর বাইরে থেকে এসে গুরুদ্বাররের শান্তি বিঘ্নিত করছে। সমাজের সব স্তরের সব ব্যক্তিদের জন্যেই উন্মুক্ত গুরুদ্বারের দরজা। তাই এই ধরনের আচরণের ঘোর বিরোধী গুরুদ্বার। আমরা এর নিন্দা জানাই'। গুরুদ্বার থেকে স্পষ্ট জানানো হয় যে তারা সেই দুষ্কৃতীদের সম্পর্কে কিছু জানে না। এমনকি সেই ৩ জন বেশ কিছু সময় গুরুদ্বারের শান্ত পরিবেশে বিঘ্ন সৃষ্টি করে।
সূত্রের খবর, গুরুদ্বারের কতৃপক্ষরা তাদের বিরুদ্ধে এফআইআর দায়েরও করে। যুক্তরাজ্যে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীকে হেনস্থা করা ৩ চরমপন্থীর মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন শমসের সিং এবং রণবীর সিং। তারা দুজনেই লন্ডনের বাসিন্দা। এরমধ্যে রণবীর খালসা বা খালিস্তানি সন্ত্রাসী। তাকে পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংকে হত্যার ষড়যন্ত্রকারী হিসেবে দোষী সাব্যস্ত করা হয়েছিল।
এদিকে এই ঘটনার পর যুক্তরাজ্যের বিরোধী দল ব্রিটিশ সরকরের তীব্র কটাক্ষ করে। এছাড়াও ব্রিটিশ সরকারের প্রাক্তন উপদেষ্টা কলিন ব্লুম নিজের প্রতিক্রিয়াও দেন। তিনি এই ঘটনার জন্য ব্রিটিশ সরকারকে ভারত সরকার এবং হাইকমিশনারের কাছে ক্ষমা চাওয়ার কথা জানান। ভারত এখন যুক্তরাজ্যের বিদেশ দফতর এবং পুলিশের কাছে এই বিষয়টি উত্থাপন করেছে। এদিন এক ভিডিওর মাধ্যমে তিনি বিষয়টি প্রকাশ করেন।