নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান- এসএসসি দুর্নীতিতে হাইকোর্ট ২৬৯ জন কে চাকরি থেকে বরখাস্ত করেছেন।সেই বরখাস্ত হওয়া শিক্ষকদের তালিকায় দেখা গেল লাউদোহার নবঘনপুর প্রাথমিক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত চ্যাটার্জীর নাম।ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরেছে এলাকায়। অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বাড়ি দুর্গাপুরের লাউদোহারে।
গত ২০১৮ সালের ৯ই জানুয়ারি দুর্গাপুরের অন্ডাল গার্লস স্কুলে শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন সুশান্ত চ্যাটার্জী।এরপর মিউচুয়াল ট্রান্সফার পদ্ধতিতে লাউদোহার নবঘনপুর প্রাথমিক স্কুলে গত ২০১৯ সহ শিক্ষক হিসেবে যোগ দেন। এই প্রাথমিক স্কুলের এক শিক্ষিকার শারীরিক অসুস্থতার জন্য সুশান্ত চ্যাটার্জীকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়। এরপরই এসএসসি দুর্নীতি প্রকাশ্যে আসে।
এরপর মহামান্য আদালত ২৬৯ জনকে বরখাস্তের নোটিস দেয়। আর এই তালিকায় নাম চলে আসে দুর্গাপুরের লাউদোহার নবঘনপুর প্রাথমিক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত চ্যাটার্জীর।সঙ্গে সঙ্গে জেলা স্কুল পরিদর্শক কমিটি সুশান্ত চ্যাটার্জীর হয়ে বরখাস্তের নোটিস ধরিয়ে দেয়।
এ প্রসঙ্গে অভিযুক্ত শিক্ষক সুশান্ত চ্যাটার্জীর বাবা নবীন চ্যাটার্জী জানিয়েছেন, 'আমার ছেলে কোনো অন্যায় করেনি। সে আর পাঁচজনের মতো পরীক্ষা দিয়েছিলো।তারপর সরকার সবদিক খতিয়ে দেখেই নিয়োগ পত্র দিয়েছিল আমার ছেলের হাতে।তাহলে আমার ছেলের ভুলটা কোথায়।'
দুর্গাপুরের লাউদোহা ফরিদপুর ব্লকের অবর স্কুল পরিদর্শক সুধাংশু শেখর চক্রবর্তী জানিয়েছেন, 'এই বরখাস্তর লিখিত চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে অভিযুক্ত শিক্ষক সুশান্ত চ্যাটার্জীকে।এরপর আদালত যা নির্দেশ দেবে জেলা প্রাথমিক শিক্ষা দফতর সেই মোতাবেক কাজ করবে।'
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
ফের সোনার দাম ঊর্ধ্বমুখী
অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলে দল ছাড়লেন অঞ্চল সভাপতি
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মুম্বাই-ইউপি ম্যাচ
এখনও অধরা অমৃতপাল সিং, শুরু হয়েছে চিরুনি তল্লাশি
BSNL এর উত্তরাখন্ড সার্কেলে অ্যাপ্রেন্টিস পদে ২১ টি শূন্যপদে ছেলেমেয়ে নিয়োগ করা হবে
এরাজ্যে বামেদের মতো তৃণমূলও ভবিষ্যতে শূন্য হবে , দাবি শুভেন্দুর
আমার মক্কেলের কিডনির সমস্যা রয়েছে , আদালতে দাবি শান্তনুর আইনজীবীর
রাহুল গান্ধীর মুখ বন্ধ করার জন্য এই পদক্ষেপ দাবি কংগ্রেসের
শনিবার দ্বিতীয় রমজান
গণতন্ত্র বর্তমানে সোনার পাথর বাটি , বিজেপিকে কটাক্ষ করে ট্যুইট অভিষেকেরও
রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হতেই দেশ জুড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছে কংগ্রেস
হাসপাতালে চিকিৎসাধীন আহত ২ যুবক
শুধু বাড়িতেই আগুন নয় , নেশার ঘোরে স্ত্রী-কন্যাকেও বেধড়ক মারধর করার অভিযোগ মদ্যপ বেক্তির বিরুদ্ধে
অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করার সময় হাঁটুতে আঘাত