নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া - বিজেপি ও তৃণমূলের সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়ালো পুরুলিয়ায়। বৃহষ্পতিবার রাত্রে তৃণমূলের এক যুবকর্মীর দোকানে হামলা চালান বিজেপির পুরুলিয়ার বিধায়ক, এমনটাই অভিযোগ। এমন অভিযোগ করা হয় তৃণমূলের পক্ষ থেকে।
অন্যদিকে বিজেপির দাবি , তাদেরই এক কর্মীকে বেদম প্রহার করেছে তৃণমূলের লোকেরা। ঘটনা প্রসঙ্গে জানা গেছে , এদিন ফেসবুকে পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে একটি পোস্ট করে তৃণমূল কর্মী তুষার অবস্থি। এরপরই রাতের দিকে সদলবলে বিধায়ক এসে তার কম্পিউটারের দোকানে ভাঙচুর চালান বলে অভিযোগ।
এপ্রসঙ্গে তুষার অবস্তি জানিয়েছেন , দোকানে ভাঙচুর চালানোর সঙ্গে সঙ্গে তার উপর ঝাঁপিয়ে পড়েন বিধায়ক। তার মাথায় আঘাত করা হয়। সেলাই দিতে হয় মাথায়।
অভিযোগ অস্বীকার করে বিজেপির তরফ থেকে শহর মণ্ডল সভাপতি সত্যজিত অধিকারী বলেন, তুষারবাবুই বেধড়ক মারধর করেছে বিজেপির নেতাকর্মীদের উপর। তাদের কর্মী দীপক বাউরী, তুষার অবস্থির হাতে মার খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানান তিনি।
এই ঘটনায় বিজেপির প্রবল সমালোচনা করেছেন তৃণমূলের মুখপাত্র তথা পুরুলিয়া পৌর সভার পৌরপ্রধান নবেন্দু মাহালী। তিনি বলেন , বিধায়কের বিরুদ্ধে এই রকম প্রচুর রয়েছে। গুন্ডামি করা তার অভ্যাস।সদর থানার পুলিশ বিষয়টি দেখছে বলে জানান তিনি।
শহর যুব তৃনমূলের সভাপতি গৌরব সিং বলেন , 'এর আগে বহু জায়গাতে বিজেপির বিধায়ক মদ্যপ অবস্থায় মারধরের ঘটনা ঘটেছে। বিধায়ক রীতিমতো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে গিয়ে বহু জায়গাতে এরকম হুমকি দিয়েছে। আমরা চাই পুলিশ-প্রশাসন গোটা বিষয়টি কড়া ব্যবস্থা নিক'।
যদিও খবর লেখা পর্যন্ত দুই পক্ষের কেউই পুরুলিয়া সদর থানায় কোন রকম অভিযোগ দায়ের করেনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ।
শেষ ম্যাচে জয় পেয়ে খুশি তিনি
এই মরসুমের শেষেই ম্যান ইউয়ের দায়িত্বপদ ছাড়বেন রালফ রাংনিক
চর্চায় আবার আম্বাতি রায়ডু
ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার প্রায় ৫০ বছরের প্রাকৃতিক গ্যাস আমদানির সম্পর্কের সমাপ্তি
অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে উৎসাহ প্রকাশ প্রধানমন্ত্রীর
পিএসজি - ৫
এফসি মেটজ - ০
সুযোগ পেলেন উমরান-অর্শদীপ
টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেন হায়দারাবাদ অধিনায়ক
বিজেপি ঠান্ডা ঘরে বসে রাজনীতি করে না , করলে ২০০ জন কর্মী খুন হতো না , অর্জুনকে পাল্টা দিলেন দিলীপ
প্রায় ১২ কিলোমিটার হয় এই ম্যারাথন দৌড়
রাজ্যগুলির সামনে কুয়ো পিছনে খাদ, বিস্ফোরক প্রবীন কংগ্রেস নেতা
ফের ঊর্ধ্বমুখী সোনার দাম
ফের নিম্নমুখী রুপোর দাম
লিয়ন - ৩
বার্সেলোনা - ১
ফেসবুকের মাধ্যমে এসি ঘরে বসে রাজনীতি করা যায় না , বাংলার মানুষের সঙ্গেও থাকতে হয় - অর্জুন