World Cup - বৃষ্টির আশঙ্কা সরিয়ে শুরু হলো ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ , অনুপস্থিত গিল

অক্টোবর ০৮, ২০২৩ দুপুর ০২:২০ IST
65226bae133df_1696750836_india-17

নিজস্ব প্রতিনিধি , চেন্নাই - অস্ট্রেলিয়ার সঙ্গে 'যুদ্ধ' দিয়েই এবারের বিশ্বকাপের যাত্রা শুরু ভারতের। শুরু হলো বহু প্রতিক্ষিত সেই ম্যাচ। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। অজিদের হয়ে ওপেন করতে নেমেছেন ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্শ। ভারতের হয়ে প্রথম ওভারে বল করছেন বুমরাহ। তবে এদিন মাঠে নামলেন না গিল। ডেঙ্গি থেকে সুস্থ হতে পারে নি। এমনটাই খবর।

এদিকে ভারতের প্রথম একাদশে রয়েছেন - রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ।

 

অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রথম একাদশে রয়েছেন -

ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস ল্যাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জোশ হেজেলউড।

ভিডিয়ো

Kitchen accessories online