নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - এবছর বৃষ্টি কম হওয়ায় পুরুলিয়া জেলায় এখন পর্যন্ত মাত্র ৫৮ শতাংশ জমিতেই হয়েছে ধান রোপণ। বেশ কিছু জায়গায় ধানের চারা লাগাতে দেরী হওয়ায় , এবার ধানের উৎপাদন অনেকটাই কম হবে বলে মনে করছেন কৃষি আধিকারিকরা। এই পরিস্থিতিতে বিকল্প চাষ নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হল পুরুলিয়া সার্কিট হাউসে।
এই বৈঠকে রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সন্ধ্যা রানী টুডু ছাড়াও উপস্থিত ছিলেন কৃষি দফতরের প্রধান সচিব ওংকার সিং মীনা , পুরুলিয়ার জেলা শাসক সভাধিপটি সহ সমস্ত ব্লকের আধিকারিকরাও। এদিন বৈঠক প্রসঙ্গে জেলা সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন , বিকল্প চাষ করে কৃষকদের ক্ষতি থেকে বাচানোর জন্যই পুরুলিয়ার সার্কিট হাউস বিশেষ বৈঠক করা হয়েছে। এই পরিস্থিতিতে কি কি বিকল্প চাষ করা যেতে পারে , সে নিয়েও আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন , কেন্দ্র সরকার একশো দিনের টাকা দিচ্ছে না। এই অবস্থায় কিভাবে মাটির সৃষ্টির মত প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে নিয়েও আলোচনা হয়। ধান চাষের সামগ্রিক পরিস্থিতি ক্ষতিয়ে দেখতে নিতুড়িয়ায় রাজ্যের কৃষি সচিব।
অন্যদিকে , জেলায় চাষবাস কেমন হয়েছে বা এমতাবস্থায় কি করনীয় অথবা জেলাকে খরা ঘোষনা করা যাবে কি না তা সরে জমিনে খতিয়ে দেখতে রাজ্যের কৃষি সচিব ওঙ্কার সিং মিনা উপস্থিত হন পুরুলিয়ার নিতুরিয়া ব্লকে। এদিন জেলাশাসক রজত নন্দা , রঘুনাথপুর মহকুমা শাসক তামিল ওভিয়া এস , নিতুরিয়া ব্লকের বিডিও অজয় কুমার সামন্ত এবং ব্লক সহ কৃষি অধিকর্তা পরিমল বর্মনকে সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শনে যান তিনি।
সেই সঙ্গে সটান হাজির হন নিতুরিয়ার গড় পঞ্চকোট মৌজার শ্যামপুর গ্রামে। কৃষি সচিব আসছেন শুনে গ্রামের প্রত্যন্ত কৃষিজীবী মানুষেরা উপস্থিত হন চাষজমিতে। পর্যাপ্ত বৃষ্টির অভাবে বিঘার পর বিঘা জমিতে চাষ হয় নি , ধূ ধূ মাঠ। কৃষকদের সঙ্গে দীর্ঘক্ষন কথা বলেন কৃষি সচিব। চাষ করার পদ্ধতি থেকে বিভিন্ন বিষয়ে আলোচনার পর মাঠে নামেন পরিদর্শনকারী দলটি। আঙুল ঢুকিয়ে মাটি পরীক্ষা করে দেখেন মাটি নরম আছে না শক্ত। তারপর চাষীদের সর্ষে চাষ করার কথা বলেন ওঙ্কার সিং মিনা।
ভারত – ৩
হংকং – ০
ANM & GNM প্রস্তুতিতে আজ সাধারণজ্ঞান
ম্যাচের শেষে ফলাফল ৪-৬, ৪-৬
১৯তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতীয়দের দাপট অব্যাহত
আজ ফের দুপুর দেড়টা নাগাদ অটোরিকশা মিছিল করবেন আদিবাসী সম্প্রদায়রা , নতুন করে ফের যানজটের সম্ভাবনা শহরে
তাদের এই রুপোলী মুহূর্তে গর্বিত ১৪০ কোটি ভারতবাসী
সব মিলিয়ে এখনও পর্যন্ত ৭ টি সোনা এসেছে ভারতে
বিজেপির রাজ্য সভাপতি না আসা পর্যন্ত তালা বন্ধই থাকবে কার্যালয় , হুঁশিয়ারি কর্মীদের
বান্ধবী ভেবে অভিযুক্ত মহিলাকে বিশ্বাস করে লক্ষ লক্ষ টাকা ধার দিয়েছিলেন অন্য সেনা কর্মীরা স্ত্রীরা
আজ থেকেই সাগরে যাওয়ার জন্য মৎস্যজীবীদের নিষেধ করেছে আবহাওয়া দফতর
রাজভবনের পক্ষ থেকে এই পুরস্কারের নাম রাখা হয়েছে দুর্গাভারত সম্মান
হলুদ,চিনি,লেবু দিয়েই উজ্জ্বল করে তুলতে পারেন ঠোঁট
সপ্তর্ষিরা ব্রহ্মার শরীর থেকে জাত হয়নি, হয়েছেন তার মন থেকে , একারণে তাদের মানসপুত্র বলা হয়
দেখে নিন কিভাবে বাঁশকে সুন্দর কারুকার্য করে ঘর সাজানোর কাজে ব্যবহার করবেন
শুধু বিয়ে নয় , হানিমুনেও আপনার যথেষ্ট টাকা বাঁচবে এই পদ্ধতিতে