নিজস্ব প্রতিনিধি , দার্জিলিং – গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় চলছে একনাগাড়ে বৃষ্টি। মঙ্গলবার রাত থেকে সেই বৃষ্টি ক্রমাগত বাড়ে। আর সেই বৃষ্টিতেই এবার ধস নামল কার্শিয়াঙের শেরপা বস্তির সঙ্গে সংযোগকারী মূল রাস্তায়৷ যার ফলে বিচ্ছিন্ন হয়ে রয়েছে এই শেরপা বস্তির আড়াইশোটি পরিবার। বিশেষ করে সমস্যায় পরেছেন এলাকার মানুষ , ছাত্র, শ্রমিক বা অফিস কর্মীরা।
সূত্রের খবর , গত কয়েকদিন থেকেই দার্জিলিঙে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। আর এই বৃষ্টিপাতের ফলেই কার্শিয়াং মিউনিসিপ্যালিটির অন্তর্গত ৭ নম্বর ওয়ার্ডের শেরপা বস্তিতে যাওয়ার প্রধান সড়কের উপর একটি ব্রিজ সম্পূর্ণভাবে ভেঙে পরে। বুধবার সকালে শেরপা বস্তিতে যাওয়ার রাস্তায় থাকা কালভার্ট ধসে গেছে৷
এমনকী পাহাড়ের ঢাল বেয়ে বৃষ্টির জল ওই কালভার্ট দিয়েই নিকাশি নালায় পরে৷ এই পরিস্থিতিতে ওই রাস্তা দিয়ে যাতায়াত করা একেবারেই নিরাপদ নয়। এই বিষয়টি জিটিএ চেয়ারপার্সন অনিত থাপাকে জানানো হয়েছে৷ এমনকী জিটির সংশ্লিষ্ট দফতরেও খবর দেওয়া হয়েছে। আপাতত একটি বিকল্প ব্যবস্থা করার কথা জানিয়েছেন জিটিএ সদস্য ৷
ব্রিজ ভেঙে যাওয়ার খবর পাওয়ার পরেই কার্শিয়াং পুরসভার চেয়ারম্যানসহ বিভিন্ন উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। বিচ্ছিন্ন হয়ে থাকা মানুষজনকে কীভাবে কার্শিয়াংয়ের অন্যান্য অংশের সঙ্গে দ্রুত যুক্ত করা যায় সেই নিয়ে তারা শুরু করেছে নতুন পথ খোঁজার কাজ। আর তার সঙ্গে কালভার্ট এবং তার নিচে ও আশেপাশের মাটির ভারবহন ক্ষমতা পরীক্ষা করে দেখা হবে৷ তার পরেই নির্দিষ্ট করে বলা সম্ভব যে, কবের মধ্যে এই রাস্তা ফের চালু করা যাবে৷ এই ধসের জেরে চিন্তায় পরেছেন সেখানকার বাসিন্দারা কারণ প্রাকৃতিক দুর্যোগ না কমলে ওই ব্রিজ ঠিক হওয়ার সম্ভাবনা নেই।
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
সপ্তম দিনের শেষে ভারত রয়েছে চতুর্থ স্থানে
ইস্টবেঙ্গল – ২
হায়দরাবাদ এফসি – ১
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
এইমস কল্যাণীতে বিভিন্ন পদে ১৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে শিক্ষানবিশ পদে ২৪৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
ESIC-তে প্যারামেডিক্যাল স্টাফ পদে ১০৩৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে জয়জয়কার ভারতীয়দের
ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে টয় ট্রেন চলাচল
ভারত - ১০
পাকিস্তান - ২
হাসপাতালে ভর্তি হবার পর কারোর যেন মৃত্যু না ঘটে , ডেঙ্গু নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
ল্যাপটপ, মোবাইল ফোন, প্রিন্টার ও কার্ড সোয়াইপিং মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে