নিজস্ব প্রতিনিধি, ঢাকা - করোনা আবহের কারণে গত বছরের মতো এবছরেও বেশ কিছু বিধি নিষেধের মধ্যে দিয়েই পালিত হতে চলেছে বর্ষবরণের রাত। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বিপিএম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের সমস্ত নাগরিককে বিধিনিষেধগুলি পালনের আহ্বান জানানো হয়। এই বিজ্ঞপ্তিতে ঢাকার বেশ কিছু রাস্তায় যানবাহন চলাচলের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিটিতে বলা হয়, আজ রাত ৮ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত গুলশান, বনানী ও বারিধারা এলাকায় যানবাহনসহ প্রবেশের জন্য কামাল আতাতুর্ক অ্যাভিনিউ এবং মহাখালী আমতলী ক্রসিংয়ের রাস্তা ব্যবহার করা যাবে।
রাত ৮ টা থেকে গুলশান, বনানী ও বারিধারা এলাকায় প্রবেশের ক্ষেত্রে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা-ফিনিক্স রোড ক্রসিং, বনানী ১১নং রোড ক্রসিং, ঢাকাগেট, চেয়ারম্যানবাড়ি ক্রসিং, শুটিং ক্লাব, বাড্ডা লিংক রোড, ডিওএইচএস বারিধারা, ইউনাইটেড হাসপাতাল ক্রসিং ও নতুনবাজার ক্রসিংয়ের পথ ব্যবহার করা যাবে না। তবে ওই সব এলাকা থেকে বেরোনোর জন্য এই রাস্তা গুলি ব্যবহার করা যাবে।
আজ সন্ধ্যা ৬ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের জন্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থী, কর্মচারী ব্যতীত অন্য ব্যক্তি বা যানবাহন কেবলমাত্র পুরোনো হাইকোর্ট, দোয়েল চত্বর, শহীদ মিনার, জগন্নাথ হলের দক্ষিণ গেট, পলাশী মোড় দিয়ে প্রবেশ করতে পারবে। এছাড়া ওই এলাকায় প্রবেশের জন্যে অন্য সব ক্রসিং বন্ধ থাকবে।
আজ রাত ৮ টা থেকে শাহবাগ, নীলক্ষেত ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, বক্সিবাজার ক্রসিং, পলাশী ক্রসিং এবং চাঁনখারপুল বা শহীদুল্লাহ হল ক্রসিংয়ে যানবাহন প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়াও কেউ বেপরোয়া বা মদ্যপ অবস্থায় গাড়ি চালালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সড়ক ব্যবহার সংক্রান্ত যে কোনও প্রয়োজনে বেশ কয়েকটি হেল্পলাইন নম্বর খোলা হয়েছে। সেগুলি হল - ডিসি ট্রাফিক (গুলশান)-০১৩২০-০৪৪৩৬০, এডিসি ট্রাফিক (গুলশান)-০১৩২০-০৪৪৩৬১, এসি ট্রাফিক (গুলশান)-০১৩২০-০৪৪৩৭২, এসি ট্রাফিক (মহাখালী)-০১৩২০-০৪৪৩৭৫, এসি ট্রাফিক (বাড্ডা)-০১৩২০-০৪৪৩৭৮, ডিসি ট্রাফিক (রমনা)-০১৩২০-০৪২২৬০, এডিসি ট্রাফিক (রমনা)-০১৩২০-০৪২২৬১, ডিসি (গুলশান)-০১৩২০-০৪১৪২০ ও ডিসি (রমনা)-০১৩২০-০৩৯৪৪০
প্রায় ২ ঘন্টা ধরে অবরোধ , তীব্র ভোগান্তির মুখে নিত্য যাত্রীরা
'কিলার মিলার'-এর দাপটে ফাইনালে গুজরাত
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর
পুলিশের গুলিতে ঝাঁজরা অভিযুক্ত বন্দুকবাজ কিশোর , মৃতদের প্রতি গভীর শোকপ্রকাশ মার্কিন প্রেসিডেন্টের
বাস দুর্ঘটনায় আহত প্রায় আরও ৪০ জন
আর কয়েক ঘন্টার মধ্যে শুরু হবে ম্যাচ
রাজস্থানের বিরুদ্ধে জয় পেয়ে উচ্ছ্বসিত তিনি
অচৈতন্য যুবককে হাসপাতালে ভর্তি করার জায়গায় মাঝ পথে ফেলে দিয়ে চলে গেল বাসের কন্ডাক্টর , দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তুলে ক্ষুব্ধ পরিবার
কেন্দ্রীয় সরকারের নর্থ ওয়েস্টার্ন রিজিয়নের বিভিন্ন দফতরে ৮১২ টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে
রাজস্থান রয়্যালস - ১৮৮/৬(২০)
গুজরাত টাইটান্স - ১৯১/৩(১৯.৩)
তৃণমূল নেতার ভয়ে ঘরছাড়া পরিবার
মহাকাল পুজোয় উৎসর্গ হয় বিভিন্ন ধরনের প্রসাদ
দুজনেই সম পরিমাণ ক্লিন শিট রেখেছেন
অর্জুন দলবদল করতেই সেতুবন্ধনের কাজ করবে বিটি রোড
নানারকম অনুষ্ঠানে অংশ নেয় এই একদল যুবক-যুবতী