নিজস্ব প্রতিনিধি ,পুরুলিয়া - একদিনের প্রবল বর্ষণের জেরে বসে গেলো সেতুর পিলার। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেল পুরুলিয়া সদর ও আড়শার বেলডি এলাকার। উঠে এল সেতুর নিচ থেকে বালি তুলে নেওয়ার অভিযোগ। এনিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশও করেন স্থানীয় মানুষ জন।
সূত্রের খবর , সোমবার রাত থেকে পুরুলিয়ার পার্শ্ববর্তী এলাকায় চলছিল প্রবল বৃষ্টিপাত। মঙ্গলবার সকাল থেকেই সদর শহর থেকে প্রায় নয় কিলোমিটার দূরে থাকা কাঁসাই নদীর উপর বেলডি সেতুর পিলার বসতে শুরু করে। বেলা পর্যন্ত সাতটি পিলার বসে যায়। দুর্ঘটনা এড়াতে সেতুর উপর যানবাহন সহ পথচারীদের চলাচল পর্যন্ত বন্ধ করে দেয় পুলিশ। সেতু বন্ধ হয়ে যাওয়াতে পুরুলিয়া শহরের সঙ্গে আড়শা ব্লকের বিস্তৃত অঞ্চলের যোগাযোগ বন্ধ হয়ে যায়। ওই সেতুর অদূরেই রয়েছে সরকারি বালি তোলার ঘাট।
এছাড়াও বেআইনি ভাবেও সেতুর একদম কাছ থেকে সাইকেলে করে অনেকেই বালি তুলে নিয়ে গিয়ে বিক্রি করেন। এভাবেই সেতুর মূল পিলারগুলি দুর্বল হয়ে যায়। একটি বর্ষণেই তাই সেতু বসে যেতে শুরু করে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে এদিন সকাল পর্যন্ত ৬০ মিলি বৃষ্টিপাত হয় জেলায়। বর্ষার মরশুমে এটাই সব থেকে বেশি বৃষ্টিপাত। এতে করেই ব্যাপক জলস্ফীতি হয় কাঁসাইয়ে। যার জেরেই পিলার বসে যায় বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।
জেলা পরিষদের ইঞ্জিনিয়ররা সেতুর পরিস্থিতি খতিয়ে দেখেছেন। আপাতত বড় গাড়ি বন্ধ থাকলেও পথচারী এবং সাইকেল বাইক যাতে যাতায়াত করতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে।তবে সব থেকে বেশি সমস্যায় পরলেন বেলডি অঞ্চলের অন্তত কুড়িটি গ্রামের মানুষ। এনিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশও করেন স্থানীয় মানুষ জন।
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
মোহনবাগান – ১
বেঙ্গালুরু এফসি – ০
ভারত – ২৮৬ (৪৯.৪)
অস্ট্রেলিয়া – ৩৫২/৭ (৫০)
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
মণ্ডল সভাপতি নিয়োগ নিয়ে লড়াকু কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার , দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক অসীম সরকার
খোদ পুরসভার চেয়ারপার্সনকেই বেধড়ক মারধরের অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে
বহু খালিস্তানি নেটওয়ার্ক ছিন্ন করতে সক্ষম হয়েছে ভারত সরকার
পায়ের পাশ দিয়ে গড়িয়ে পরছে রক্ত, সাহায্যের জন্য এগিয়ে আসেনি
বিশ্বের যে কোনো প্রান্তের যেকোনও পর্যটককে আকৃষ্ট করার মতো সব উপকরণই বাংলাদেশে বিদ্যমান
নীতিগতভাবে তাদের ২ দেশের মধ্যে মিল রয়েছে
রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন এই তথ্য জানান
আগে যারা করোনা আক্রান্ত হয়েছিল , তারা যদি আবার ডেঙ্গু আক্রান্ত হয় তবে তা প্রাণঘাতী হতে পারে , আশঙ্কাবার্তা চিকিৎসকদের
নবম-দশম, একাদশ-দ্বাদশ থেকে প্রাথমিক, সব শিক্ষক নিয়োগের মামলা শোনা হবে আলাদা ভাবে