নিজস্ব প্রতিনিধি, দিল্লি – গত বছর স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি হয়েছে। চলতি বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অধীনে নয়া সংসদ ভবন তৈরি হয়ে গিয়েছে। যা আগামী ২৮শে মে নয়া সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেই দিন ৭৫ টাকার কয়েন প্রকাশ করবে কেন্দ্র সরকার।
বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফ থেকে এক বিবৃতি দিয়ে ঘোষণা করা হয়েছে, স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষ্যে ও নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখার জন্য ৭৫ টাকার কয়েন আনা হচ্ছে।
কেন্দ্রীয় অর্থ মন্ত্রক সূত্রে খবর, ৭৫ টাকার কয়েন হবে গোলাকার। ব্যাসার্ধ ৪৪ মিলিমিটার হবে। ধারে ২০০০ টি দাগ থাকবে। ওজন হবে ৩৪.৬৫ গ্রাম থেকে ৩৫.৩৫ গ্রামের মধ্যে। ৫০ শতাংশ রুপো, ৪০ শতাংশ তামা, ৫ শতাংশ নিকেল ও ৫ শতাংশ জিঙ্কের সংমিশ্রণে তৈরি হবে ৭৫ টাকার কয়েন।
৭৫ টাকার কয়েনের একদিকে থাকবে অশোক স্তম্ভ। অশোক স্তম্ভের ঠিক নীচে লেখা থাকবে ‘সত্যমেব জয়তে’। বাঁ-দিকে দেবনগরী হরফে ‘ভারত’ ও ডানদিকে ইংরেজিতে ‘India’ লেখা থাকবে। অশোক স্তম্ভের সিংহের নীচে রুপির চিহ্ন ও '৭৫' লেখা থাকবে। অন্যদিকে থাকবে সংসদ ভবনের ছবি। এর ঠিক নীচে দেবনগরী হরফে ‘সংসদ সংকুল’ ও ইংরেজিতে ‘Parliament Complex’ লেখা থাকবে।
গুজরাত টাইটান্স – ২১৪/৪ (২০)
চেন্নাই সুপার কিংস – ১৭১/৫ (১৫) (ডিএলএস পদ্ধতি)
এই স্থানে পড়ে ছিল দেবী সতীর স্তনযুগল
১৫ ওভারে জয়ের জন্য ১৭১ রান দরকার চেন্নাইয়ের
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
বাইরন শুভেন্দু নয় , অভিষেকের ঘনিষ্ঠ , তা তৃণমূল প্রমান করে দিয়ে গেল , তোপ সুকান্তর
নিজেদের শৃঙ্গার করতে বানিয়ে নিতে পারেন এই গয়না
অর্ডন্যান্স ফ্যাক্টরি চান্দা ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পদে ২৫০ জন লোক নিয়োগ করছে
৩ বল খেলে ৪ রান তোলেন চেন্নাইয়ের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়
এই স্ক্রাব ফেরাবে ত্বকের উজ্জ্বলতা
দেখুন কেনো বিখ্যাত আজকের দিনটি
এই কেক খেতে যেমন সুস্বাদু তেমনই লোভনীয়
ঘরোয়া টোটকায় আমলকী করতে পারে অনেক রোগের নিরাময়
ফের রুপোর দাম অপরিবর্তিত
ফের সোনার দাম অপরিবর্তিত
সকলের সামনে প্রেমিকাকে কুপিয়ে খুন করে পালিয়ে যায় প্রেমিক