নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - বিয়ে বাড়ির আনন্দ মুহূর্তের মধ্যে বদলে গেল বিষাদে। মঙ্গলবার পথ দুর্ঘটনা কবলে পরে বরযাত্রীর গাড়ি, মৃত্যু হয় ২জনের এবং আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন বেশ কয়েকজন। এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের আসানসোলে।
স্থানীয় সূত্রে জানা গেছে ,'মঙ্গলবার বিয়ে বাড়ির উদ্দেশ্যে গাড়ি নিয়ে বেরিয়েছিল বরযাত্রী। কিন্তু আচমকা মাঝরাস্তায় অপর প্রান্ত থেকে তীব্র গতিতে ছুটে আসা বেসামাল গাড়িতে সজোরে ধাক্কা লাগে। এই ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের, এবং আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বেশ কয়েকজন'।
পরবর্তীতে স্থানীয় থানায় খবর দিলে ঘটনাস্থলে আসে পুলিশ। দুর্ঘটনাগ্রস্থ গাড়িগুলিকে সরানোর পাশাপাশি কিভাবে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।