বর্ডার সিকিউরিটি ফোর্স সাব-ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর, কনস্টেবল ও হেড কনস্টেবল পদে ৬৪ জন ছেলেমেয়ে নিয়োগ করছে ।
পদ- সাব-ইন্সপেক্টর (স্টাফ নার্স) ।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশরা জেনারেল নার্সিংয়ে ডিগ্রী / ডিপ্লোমা পাশ করে থাকলে আবেদনের যোগ্য । রাজ্য ও কেন্দ্রীয় সরকার স্বীকৃত জেনারেল নার্সিং ও মিডওয়াইফ রেজিস্ট্রেশন থাকা আবশ্যক ।
বয়স- বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে ।
মূল বেতন- ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা পর্যন্ত ।
শূন্যপদ- ১০ টি ।
পদ- অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (ডেন্টাল / ল্যাবরেটরি টেকনিশিয়ান) ।
শিক্ষাগত যোগ্যতা- সায়েন্স নিয়ে উচ্চমাধ্যমিক পাশরা ডেন্টাল টেকনোলজি / মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি নিয়ে ডিপ্লোমা পাশ করে থাকলে আবেদনের যোগ্য ।
বয়স- বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে ।
মূল বেতন- ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা পর্যন্ত ।
শূন্যপদ- ৮ টি ।
পদ- কনস্টেবল (টেবিল বয় / CT) ।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশরা আবেদনের যোগ্য । সংশ্লিষ্ট ট্রেডে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক ।
বয়স- বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে ।
মূল বেতন- ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত ।
শূন্যপদ- ৬ টি ।
পদ- হেড কনস্টেবল (জুনিয়র এক্স-রে অ্যাসিস্ট্যান্ট) ।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশরা কমপক্ষে ১ বছরের রেডিওলজি নিয়ে ডিপ্লোমা পাশ করে থাকলে আবেদনের যোগ্য । ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক ।
বয়স- বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে ।
মূল বেতন- ২৫,৫০০টাকা থেকে ৮১,১০০ টাকা পর্যন্ত ।
শূন্যপদ- ৪০ টি ।
প্রার্থী বাছাই- প্রার্থী বাছাই হবে শারীরিক সক্ষমতার পরীক্ষা, লিখিত পরীক্ষা ও মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে ।
আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনে https://rectt.bsf.gov.in এই ওয়েবসাইটে ২২.০২.২০২৩ তারিখের মধ্যে ।
বিশদে জানতে- https://rectt.bsf.gov.in এই ওয়েবসাইট দেখুন ।
২০১৫ সালের ৩০ এপ্রিল থেকে এখনও পর্যন্ত ২৬ বার ব্যাংকক, সিঙ্গাপুর, আমেরিকা, দুবাই ,সিঙ্গাপুর সহ বিদেশের একাধিক জায়গায় গিয়েছে ডায়মন্ড হারবারের সাংসদ , দাবি শুভেন্দুর
চীনের অনুমতি না পাওয়ায় এশিয়ান গেমসে অংশ নিতে পারেননি অরুণাচলের তিন উসু প্লেয়ার
প্রেম-প্রলয়-প্রতিশোধের গল্পে এবার প্রবীর রায়চৌধুরি আর খোকাকে জুটি হিসেবে দেখা যাবে
এরপর কোন দালালকে দেখা গেলে শুধু পুলিশের হাতে তুলে দেওয়ার আগে আমাদের হাতে দেবেন , রোগীদের কাছে বার্তা মদনের
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন স্টিভ স্মিথ
আমেরিকা, অস্ট্রেলিয়া, ব্রিটেন, কানাডায় বসবাসকারী খালিস্তানি সমর্থকদের ওসিআই কার্ড বা বিদেশি ভারতীয় নাগরিকের পরিচয়পত্র বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্র সরকারের
পুলিশের থেকে কোনো সাহায্য না পেয়ে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা এলাকাবাসীর
উদয়পুরের লীলা প্যালেসে বসবে তাদের বিবাহ বাসর
খেলা মেলা করে কোটি কোটি টাকা অপাত্রে দান করে যাচ্ছে উনি , কিন্তু রাজ্যের বেহাল দশা নিয়ে তার কোনো হুঁশ নেই , তোপ নওশাদের
এর জেরে উদ্বেগ প্রকাশ করেছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক
একাধিক যাত্রীদের মারধর করে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুঠ
কোথাও কোথাও হাঁটু থেকে কোমর সমান জল , নাজেহাল জেলাবাসী
বৈঠকে বাধ্যতামূলক ভাবে সকল উপাচার্যকে উপস্থিত থাকার জন্য নির্দেশ
বিদেশ সফরের অভিজ্ঞতা জানতে ছেড়ে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের
গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে রেল পুলিশ