নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বিএসএফের গাড়ির বেপরোয়া গতি? পরপর দুটি গাড়িতে ধাক্কা! আহত হলেন মহিলা-সহ ৫। আহতরা সকলেই ভর্তি হাসপাতালে। দুর্ঘটনাটি ঘটেছে লেকটাউনে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পরেছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে , দুপুর সাড়ে তিনটে নাগাদ ভিআইপি রোডের উপর লেকটাউন মোড়ের কাছে একটি যাত্রীবাহী ট্যাক্সি দাঁড়িয়েছিল। ইউটার্ন নেওয়ার জন্য সিগন্যালে দাঁড়িয়েছিল ট্যাক্সিটি। এমন সময়ে পিছন থেকে একটি বিএসএফের গাড়ি এসে ট্যাক্সিতে ধাক্কা দেয় বলে অভিযোগ। তাতে বিএসএফের গাড়ির চালক-সহ ২ জওয়ান আহত হন বলে জানা গিয়েছে।
এদিকে, ট্যাক্সিতে থাকা যাত্রীদের মধ্যেও ৩ জন আহত হন। দুর্ঘটনার পরই লেকটাউন ট্রাফিক পুলিশ আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কারও আঘাত তেমন গুরুতর নয়। পথচারীদের অভিযোগ, বিএসএফের গাড়িটি উল্টোডাঙার দিকে আসছিল, তা অতিরিক্ত গতিতে ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাক্সিতে ধাক্কা দেয়। তাতেই এই দুর্ঘটনা ঘটে। এর জেরে ভিআইপি রোডে যানজট তৈরি হয়।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।