নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বিএসএফের গাড়ির বেপরোয়া গতি? পরপর দুটি গাড়িতে ধাক্কা! আহত হলেন মহিলা-সহ ৫। আহতরা সকলেই ভর্তি হাসপাতালে। দুর্ঘটনাটি ঘটেছে লেকটাউনে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পরেছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে , দুপুর সাড়ে তিনটে নাগাদ ভিআইপি রোডের উপর লেকটাউন মোড়ের কাছে একটি যাত্রীবাহী ট্যাক্সি দাঁড়িয়েছিল। ইউটার্ন নেওয়ার জন্য সিগন্যালে দাঁড়িয়েছিল ট্যাক্সিটি। এমন সময়ে পিছন থেকে একটি বিএসএফের গাড়ি এসে ট্যাক্সিতে ধাক্কা দেয় বলে অভিযোগ। তাতে বিএসএফের গাড়ির চালক-সহ ২ জওয়ান আহত হন বলে জানা গিয়েছে।
এদিকে, ট্যাক্সিতে থাকা যাত্রীদের মধ্যেও ৩ জন আহত হন। দুর্ঘটনার পরই লেকটাউন ট্রাফিক পুলিশ আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কারও আঘাত তেমন গুরুতর নয়। পথচারীদের অভিযোগ, বিএসএফের গাড়িটি উল্টোডাঙার দিকে আসছিল, তা অতিরিক্ত গতিতে ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাক্সিতে ধাক্কা দেয়। তাতেই এই দুর্ঘটনা ঘটে। এর জেরে ভিআইপি রোডে যানজট তৈরি হয়।
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
ফের সোনার দাম ঊর্ধ্বমুখী
অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলে দল ছাড়লেন অঞ্চল সভাপতি
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মুম্বাই-ইউপি ম্যাচ
এখনও অধরা অমৃতপাল সিং, শুরু হয়েছে চিরুনি তল্লাশি
BSNL এর উত্তরাখন্ড সার্কেলে অ্যাপ্রেন্টিস পদে ২১ টি শূন্যপদে ছেলেমেয়ে নিয়োগ করা হবে
এরাজ্যে বামেদের মতো তৃণমূলও ভবিষ্যতে শূন্য হবে , দাবি শুভেন্দুর
আমার মক্কেলের কিডনির সমস্যা রয়েছে , আদালতে দাবি শান্তনুর আইনজীবীর
রাহুল গান্ধীর মুখ বন্ধ করার জন্য এই পদক্ষেপ দাবি কংগ্রেসের
শনিবার দ্বিতীয় রমজান
গণতন্ত্র বর্তমানে সোনার পাথর বাটি , বিজেপিকে কটাক্ষ করে ট্যুইট অভিষেকেরও
রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হতেই দেশ জুড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছে কংগ্রেস
হাসপাতালে চিকিৎসাধীন আহত ২ যুবক
শুধু বাড়িতেই আগুন নয় , নেশার ঘোরে স্ত্রী-কন্যাকেও বেধড়ক মারধর করার অভিযোগ মদ্যপ বেক্তির বিরুদ্ধে
অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করার সময় হাঁটুতে আঘাত