তীব্র গতিতে ট্যাক্সির পিছনে ধাক্কা বিএসএফের গাড়ির , আহত ৫

জানুয়ারী ০৯, ২০২৩ রাত ১২:০৫ IST
63baea8aba993_n460109120167319393579546bec6d727fcdb5fb489ce2959978c3dc559e617fbc45d3fc7ad1bd99630b7d0

নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বিএসএফের গাড়ির বেপরোয়া গতি? পরপর দুটি গাড়িতে ধাক্কা! আহত হলেন মহিলা-সহ ৫। আহতরা সকলেই ভর্তি হাসপাতালে। দুর্ঘটনাটি ঘটেছে লেকটাউনে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পরেছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে , দুপুর সাড়ে তিনটে নাগাদ ভিআইপি রোডের উপর লেকটাউন মোড়ের কাছে একটি যাত্রীবাহী ট্যাক্সি  দাঁড়িয়েছিল। ইউটার্ন নেওয়ার জন্য সিগন্যালে দাঁড়িয়েছিল ট্যাক্সিটি। এমন সময়ে পিছন থেকে একটি বিএসএফের গাড়ি এসে ট্যাক্সিতে ধাক্কা দেয় বলে অভিযোগ। তাতে বিএসএফের গাড়ির চালক-সহ ২ জওয়ান আহত হন বলে জানা গিয়েছে।

এদিকে, ট্যাক্সিতে থাকা যাত্রীদের মধ্যেও ৩ জন আহত হন। দুর্ঘটনার পরই লেকটাউন ট্রাফিক পুলিশ আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কারও আঘাত তেমন গুরুতর নয়। পথচারীদের অভিযোগ, বিএসএফের গাড়িটি উল্টোডাঙার দিকে আসছিল, তা অতিরিক্ত গতিতে ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাক্সিতে ধাক্কা দেয়। তাতেই এই দুর্ঘটনা ঘটে। এর জেরে ভিআইপি রোডে যানজট তৈরি হয়।

ভিডিয়ো

Kitchen accessories online