নিজস্ব প্রতিনিধি , কবুল - বুধবার হঠাৎ ভূমিকম্পের জেরে কেঁপে ওঠে আফগানিস্থানের বিস্তীর্ণ এলাকা। এখনও অব্দি পাওয়া খবর অনুযায়ী ব্যাপক ক্ষয়ক্ষতির সঙ্গে সঙ্গে প্রাণ হারিয়েছে হাজারেরও বেশি মানুষ, আহতদের সংখ্যা প্রায় দেড় হাজারের কাছাকাছি। এমন পরিস্থিতিতে আফগানিস্থানের পাশে থাকার আশ্বাস দিল ভারতের প্রধানমন্ত্রী।
প্রায় ২০ বছর পর ফের এরকম ভয়াবহ ভূমিকম্পের কবলে পরলো এই দেশ। মঙ্গলবার স্থানীয় সময় অনুযায়ী রাত দেড় টার সময় ভূমিকম্প অনুভূত হয় আফগনিস্তান ও পাক সীমান্তবর্তী এলাকায়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.১।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগান পাক সীমান্তবর্তী এলাকা খোস্ত থেকে ৪৪ কিলোমিটার দূরে। সেই সময় ঘুমিয়ে থাকার দরুন বেশিরভাগ মানুষই অসহায়ভাবে বাড়ির ভিতরেই চাপা পরে মারা যান। তালিবান ও আফগানিস্তান দুর্যোগ মোকাবিলা বাহিনী বিভিন্ন জায়গায় যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চালিয়ে যাচ্ছে। তবে প্রত্যন্ত গ্রামীণ এলাকা হওয়ায় এবং বৃষ্টিপাতের কারণে উদ্ধারকার্যে মাঝে মাঝেই বিঘ্ন ঘটছে। ঠিক এই পরিস্থিতিতে এই দেশের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় ভারত। এদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইট করে জানান , যেকোনো রকম ভাবে আফগানিস্থানকে সাহায্য করতে প্রস্তুত ভারত।
প্রসঙ্গত , গত ১০ মাস আগে আফগানিস্থান কব্জা করে তালিবান সরকার গড়ে তোলে। অভিযোগ তখন থেকেই দেখা যায় দেশে দুরবস্থা। যা হোক করে তারা দিন কাটাচ্ছিল , এমন সময় প্রকৃতির এই কোপ যেনো তাদের জীবনে আরও অন্ধকার ডেকে আনলো। ভূমিকম্পের জেরে প্রচুর পরিমাণে অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি হতে হয়েছে বলে জানিয়েছে তালিবান সরকার।
কিন্তু এমন সময় ক্ষতিপূরণের কোনো উপায়ও তাদের কাছে নেই বলে জানিয়েছে এই সরকার। তাই আন্তর্জাতিক দরবারে হাত পেতেছে আফগান তথা তালিবান সরকার। এই সময় ভারত সরকার যথা সম্ভব সাহায্যের হাত বাড়িয়েছে। জানিয়েছে আম জনতার কাছে ত্রাণ পৌঁছানোর ব্যবস্থাও তারা করবেন।
চাকরি প্রার্থীদের ধর্ণা মঞ্চে উপস্থিত সিপিআইএম নেতা বিমান বসু , কংগ্রেস নেতা আব্দুল মান্নান ও বিধায়ক নওশাদ সিদ্দিকী
ইস্তফা ঘোষণার পরে রাতেই রাজ্যপালের কাছে পাঠিয়ে দিলেন পদত্যাগ পত্র
ঊর্ধ্বমুখী রুপোর দাম
ফের নিম্নমুখী সোনার দাম
ডেঙ্গু মোকাবিলায় বিপুল কর্মী নিয়োগ
শিক্ষিক-শিক্ষিকা ও পড়ুয়া সহ প্রায় ৪০ জনেরও বেশি মানুষের রক্তদান
মৌলালি রামলীলা ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত যাওয়ার আগেই গ্রেফতার একাধিক
গাড়ি নয় , সাইকেল সহ স্কুটারে করেই চলছে দেদার কয়লা পাচার
উত্তর-পূর্ব রেলে জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট পদে ২০ টি শূন্যপদে নিয়োগ করা হবে
উত্তরবঙ্গ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে বিশ্ব যোগা কাপে অংশ নিয়েছিলেন তিনি
প্রথম দিন পরীক্ষা দিলেও দ্বিতীয় দিনে একজন পড়ুয়াও আসেনি
ভারি বৃষ্টি হতেই ২০১৭ সালের বন্যা পরিস্থিতিকে স্মরণ করে দুশ্চিন্তায় এলাকার মানুষ
মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে ২৫ লক্ষ টাকা অনুদান আমির খানের
পুরসভার মহিলা কর্মীদেরকেও ধরে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে