নিজস্ব প্রতিনিধি , দার্জিলিং - উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ফের সৃষ্টি হল রণক্ষেত্র পরিস্থিতির।হোস্টেলে খাবার বন্ধের প্রতিবাদে সরব হলেন হোস্টেলের আবাসিকরা। বুধবার সকালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন হোস্টেলের আবাসিকরা। যেহেতু নিরাপত্তা বিভাগে সমস্ত চাবি থাকে, তাই এদিনের বিক্ষোভের জেরে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম অচল হয়ে পরে। এদিকে এই ঘটনার জেরে ব্যাপক সমস্যায় পরেছিলেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।
পড়ুয়াদের সূত্রে জানা গেছে , উপাচার্য, রেজিস্ট্রার, ফিন্যান্স অফিসারহীন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো ভেঙে পরায় আর্থিক অচলাবস্থা তৈরি হয়েছে। তহবিলে টাকা থাকলেও তা খরচ করার অনুমোদন দেওয়া যাচ্ছে না। আর্থিক লেনদেন স্তব্ধ হয়ে যাওয়ায় বুধবার সকাল থেকে ক্যাম্পাসের রামকৃষ্ণ হোস্টেলে খাবার বন্ধ করে দেওয়ার বিজ্ঞপ্তি দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পর্যায়ক্রমে অন্য হোস্টেলগুলোতেও খাবার বন্ধ হয়ে যাবে বলেই জানিয়েছেন বিভিন্ন হোস্টেলের সুপারিন্টেন্ডেন্টরা। মঙ্গলবার রাতে ওই বিজ্ঞপ্তি জারি হতেই হইচই শুরু হয়েছে ক্যাম্পাসে।
এই বিষয়ে এক বিক্ষোভকারী জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় বহু ছাত্র বাইরের এলাকা থেকে পড়তে আসে, আর্থিক সমস্যার জন্যেই তারা হোস্টেলে থাকে। নিয়ম অনুযায়ী হোস্টেলে সকাল ও রাতে খাওয়ার দেওয়া হয়। তবে আচমকাই গতকাল রাতে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে লিখিত রয়েছে মেসে আর খাদ্য প্রদান করা হবে না।
এদিকে ছাত্রদের আর্থিক সমস্যার দায়ে তারা না খেতে পেয়ে, আজ বিক্ষোভের সামিল হয়েছে। তাদের দাবি, বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের জন্য ,পড়ুয়ারা যদি সঠিক শিক্ষা ও হোস্টেলে যদি প্রাপ্য খাদ্য না পায়, তবে বিশ্ববিদ্যালয়ে আসার কোন মানে নেই। এই বিরুদ্ধেই মূলত আজ তারা সোচ্চার হয়েছেন।এছাড়াও তারা জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যতক্ষণ পর্যন্ত তাদের দাবিদাবা পূরণ না করবেন, ঠিক ততক্ষণ তারা এই বিক্ষোভ জারি রাখবেন।
গুজরাত টাইটান্স – ২১৪/৪ (২০)
চেন্নাই সুপার কিংস – ১৭১/৫ (১৫) (ডিএলএস পদ্ধতি)
এই স্থানে পড়ে ছিল দেবী সতীর স্তনযুগল
১৫ ওভারে জয়ের জন্য ১৭১ রান দরকার চেন্নাইয়ের
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
বাইরন শুভেন্দু নয় , অভিষেকের ঘনিষ্ঠ , তা তৃণমূল প্রমান করে দিয়ে গেল , তোপ সুকান্তর
নিজেদের শৃঙ্গার করতে বানিয়ে নিতে পারেন এই গয়না
অর্ডন্যান্স ফ্যাক্টরি চান্দা ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পদে ২৫০ জন লোক নিয়োগ করছে
৩ বল খেলে ৪ রান তোলেন চেন্নাইয়ের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়
এই স্ক্রাব ফেরাবে ত্বকের উজ্জ্বলতা
দেখুন কেনো বিখ্যাত আজকের দিনটি
এই কেক খেতে যেমন সুস্বাদু তেমনই লোভনীয়
ঘরোয়া টোটকায় আমলকী করতে পারে অনেক রোগের নিরাময়
ফের রুপোর দাম অপরিবর্তিত
ফের সোনার দাম অপরিবর্তিত
সকলের সামনে প্রেমিকাকে কুপিয়ে খুন করে পালিয়ে যায় প্রেমিক