নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি - দাম্পত্য অশান্তি সহ্য করতে না পেরে সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি ফেলে বাপেরবাড়িতে আশ্রয় নিয়েছিলেন স্ত্রী। এখন স্ত্রী কে ফিরে পেতে মরিয়া হয়ে ওঠে ধর্ণায় বসলো স্বামী। এমনই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি জেলার মালবাজার ব্লকের কাঠামবাড়ি এলাকায়। যদিও স্বামীর সাথে নতুন করে ঘর সংসার করতে নারাজ গৃহবধূ।
স্থানীয় সূত্রে জানা গেছে, যুবকের নাম হরিদাস মণ্ডল। তিনি গায়ে 'বউ ফেরতে'র পোস্টার সেঁটে, হাতে মেয়ের ছবি নিয়ে মঙ্গলবার দুপুরে আচমকাই শ্বশুরবাড়ির গেটের সামনে ধর্ণায় বসেন। পেশায় রাজমিস্ত্রী ওই যুবকের সঙ্গে ৪ বছর আগে কাঠামবাড়ি এলাকার বাসিন্দা জ্যোত্স্না মন্ডলের বিয়ে হয়। তাঁদের একটি কন্যা সন্তান আছে।
হরিদাস দাবি করেন, এক বছর আগে কিছু সামান্য কারণের জন্য তাদের মধ্যে অশান্তি হয়। কিন্তু শ্বশুরবাড়ির লোকজনেরা তাঁর স্ত্রী ও সন্তানকে জোর জবরদস্তি আটকে রেখেছে। তবে এই বিষয়ে জোৎস্না দাবি করেন ,সে আর কোনভাবেই হরিদাসের সঙ্গে সংসার করবে না।
কিন্তু এদিকে হরিদাস আরও নাছোড়বান্দা। বউ আর সন্তানকে না নিয়ে কিছুতেই নিজের জায়গা থেকে নড়বে না। সে বলেছেন, বউ আর সন্তান যদি না ফিরে যায় তাঁর কাছে তাহলে সে মরতেও রাজি আছে। পরবর্তীকালে মঙ্গলবার গভীর রাতে পুলিশ ও স্থানীয় পঞ্চায়েতের আশ্বাসে হরিদাস তার ধর্ণা তুলে নেয়।
কানাডার সেনাবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইট হ্যাক হয়েছে
মৃতদের মধ্যে রয়েছেন পুলিশের এক ডিএসপি পদমর্যাদার অফিসার
বিশ্বজুড়ে কোণঠাসা হয়ে যাচ্ছে কানাডা
চতুর্থস্থানে শেষ করেন স্বপ্নিল কুশলে
এখনো চলছে আগুন নেভানোর কাজ , জলবহুল এলাকায় এমন পলিথিনের গুদাম থাকা কি উচিত , প্রশ্ন স্থানীয়দের
আজকের সমস্ত প্রশ্নের উত্তর আগামীকাল প্রকাশিত হবে
ভারত – ৩
হংকং – ০
প্রাইমারী TET পরীক্ষা প্রস্তুতিতে আজ গণিত
ANM & GNM প্রস্তুতিতে আজ সাধারণজ্ঞান
ম্যাচের শেষে ফলাফল ৪-৬, ৪-৬
আগামী ২রা ও ৩রা অক্টোবর দিল্লির প্রতিবাদ কর্মসূচিতে আমি যোগ দেব , পারলে আমাকে আটকে দেখাক , কেন্দ্রকে পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের
১৯তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতীয়দের দাপট অব্যাহত
আজ ফের দুপুর দেড়টা নাগাদ অটোরিকশা মিছিল করবেন আদিবাসী সম্প্রদায়রা , নতুন করে ফের যানজটের সম্ভাবনা শহরে
তাদের এই রুপোলী মুহূর্তে গর্বিত ১৪০ কোটি ভারতবাসী
সব মিলিয়ে এখনও পর্যন্ত ৭ টি সোনা এসেছে ভারতে