নিজস্ব প্রতিনিধি, কলগ্নে - আজ সন্ধ্যায় বুন্দেসলিগায় মুখোমুখি হতে চলেছে এফসি কলন এবং বরুসিয়া ডর্টমুন্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবে কলনের ঘরের মাঠে। বর্তমানে ৭ ম্যাচে ১৫ পয়েন্টের সঙ্গে তৃতীয় স্থানে ডর্টমুন্ড।
এই ম্যাচে জয় পেলেই বায়ার্নকে ছাপিয়ে যাবে বরুসিয়া ডর্টমুন্ড। চলতি মরসুমের ভাল ছন্দ বজায় রেখে এই ম্যাচে জয় পেতে মরিয়া মার্কো রয়েসদের দল। গোলের ছন্দে রয়েছে মার্কো রয়েস এবং বেলিংহাম। সেক্ষেত্রে কিছুটা হলেও স্বস্তিতে থাকবে ডর্টমুন্ড।
ভারতীয় সময় অনুসারে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭ টা নাগাদ। ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে সনি টেন নেটওয়ার্কে। ডিসনি প্লাস হটস্টার অ্যাপেও দেখা যাবে এই ম্যাচটি। এছাড়াও দেখা যাবে সনি লিভ অ্যাপে।