নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়ি - শিলিগুড়ির বর্ধমান রোডের একটি জামা-কাপড়ের দোকানে ভয়ানক আগুন লাগে। অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। স্থানীয় সূত্রে খবর বুধবার সকালে স্থানীয় এলাকাবাসীরা ওই দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখে।প্রথমে তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, ব্যার্থ হয়ে এরপরে দমকলকে খবর দিলে প্রথমে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
কিন্তু আগুনের ভয়াবহতা আরও বৃদ্ধি পায়, ফলে আরও তিনটি ইঞ্জিন অগ্নিকাণ্ডে এসে পৌছায়। অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।কিন্তু ততক্ষণে দোকানটি পুড়ে ছাই হয়ে যায় এছাড়াও আসেপাশে থাকা আরো বেশ কয়েকটি দোকানে আংশিক ক্ষতি হয় বলে দমকল সূত্রে জানা যায়।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দার্জিলিং জেলার তৃণমূল সভাপতি রঞ্জন সরকার। তিনি সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখার পাশাপাশি কথা বলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে।তবে দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের জেরেই হয় এই অগ্নিকাণ্ড।ঘটনাটিকে আরও খতিয়ে দেখা হবে বলে জানায় দমকল।