নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - অবশেষে একদিন পর ব্যারাকপুরের ডাকাতি কান্ডে গ্রেফতার হল একজন। টিটাগর থেকে টিটাগর থানার পুলিশের হাতে গ্রেফতার হলো ঘাতক দুষ্কৃতি।গ্রেফতারকৃত দুষ্কৃতীর নাম সানি। ইতিমধ্যেই তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ শুরু করেছেন পুলিশ। এরপরই আরও তিনজনকে শনাক্ত করেছেন টিটাগর থানার পুলিশ। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছেন পুলিশ। এই নিয়ে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকা জুড়ে।
পুলিশ সূত্রে জানা গেছে , শুক্রবার সানিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করছে পুলিশ। এই খুনের ঘটনার তদন্তভার ব্যারাকপুর পুলিশ কমিশনার গোয়েন্দা বিভাগকে দিয়েছেন। এরপরই গতকাল গভীর রাত পর্যন্ত বিভিন্ন পুলিশ আধিকারিকেরা মিটিং করেছিলেন , এর পরই সিসিটিভি ফুটেজে দ্বারা সানিকে শনাক্ত করে আজ সকাল হতেই তাকে গ্রেফতার করা হয়েছে।সানির দেওয়া তথ্যের ভিত্তিতে আরো তিনজনের খোঁজে তল্লাশি শুরু করেছেন ব্যারাকপুর পুলিশ। এ ঘটনায় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন মৃতের পরিবার।
প্রসঙ্গত , গত বুধবার ভরসন্ধ্যায় ব্যারাকপুরের একটি সোনার দোকানে ডাকাতরা হামলা করে। ডাকাতি করতে এসে বাধা পেলে গুলি চালায়। আর সেই গুলি লেগে মাটিয়ে লুটিয়ে পরেন মালিকের ছেলে। ডাকাতদের গুলিতে গুরুতর জখম হয়ে স্থানীয় নার্সিংহোমে ভর্তি হন দোকান মালিক নীলরতন সিং এবং দোকানের নিরাপত্তা কর্মী শঙ্কর। ডাকাতদের গুলিতে মৃত দোকান মালিকের পুত্রের নাম নীলাদ্রি সিং (২৬)। মাত্র ছয় মাস আগে বিয়ে হয়েছিল নীলাদ্রির। জামাইষষ্ঠীর আগেই সব শেষ।
গুজরাত টাইটান্স – ২১৪/৪ (২০)
চেন্নাই সুপার কিংস – ১৭১/৫ (১৫) (ডিএলএস পদ্ধতি)
এই স্থানে পড়ে ছিল দেবী সতীর স্তনযুগল
১৫ ওভারে জয়ের জন্য ১৭১ রান দরকার চেন্নাইয়ের
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
বাইরন শুভেন্দু নয় , অভিষেকের ঘনিষ্ঠ , তা তৃণমূল প্রমান করে দিয়ে গেল , তোপ সুকান্তর
নিজেদের শৃঙ্গার করতে বানিয়ে নিতে পারেন এই গয়না
অর্ডন্যান্স ফ্যাক্টরি চান্দা ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পদে ২৫০ জন লোক নিয়োগ করছে
৩ বল খেলে ৪ রান তোলেন চেন্নাইয়ের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়
এই স্ক্রাব ফেরাবে ত্বকের উজ্জ্বলতা
দেখুন কেনো বিখ্যাত আজকের দিনটি
এই কেক খেতে যেমন সুস্বাদু তেমনই লোভনীয়
ঘরোয়া টোটকায় আমলকী করতে পারে অনেক রোগের নিরাময়
ফের রুপোর দাম অপরিবর্তিত
ফের সোনার দাম অপরিবর্তিত
সকলের সামনে প্রেমিকাকে কুপিয়ে খুন করে পালিয়ে যায় প্রেমিক